সোমালিয়ায় সুফি গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ, নিহত ৩০

Published: 25 October 2021

পোস্ট ডেস্ক :


সোমালিয়ার সুফি মুসলিম গোষ্ঠী আহুল সুন্না ওয়াল জামা’আ-র (এএসডব্লিউজে) সঙ্গে দেশটির সেনাবাহিনীর তীব্র লড়াই হয়েছে। এই লড়াইয়ে অন্তত ৩০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির গালমুদুগ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জেলা গুরিসেলে গত শনিবার সকালে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয় যা গতকাল রবিবার পর্যন্ত অব্যাহত ছিল।

সোমালিয়ার আইন সভার সদস্য ফারাহ আবদুল্লাহি বলেন, ‘আমি নিশ্চিত ৩০ জনেরও বেশি নিহত হয়েছে, কারণ আমি তাদের মধ্যে ২৭ জনকে চিনি আর তাদের মধ্যে দুই দলেরই লোক আছে।’ এএসডব্লিউজে মূলত আল কায়েদার সঙ্গে সম্পর্কিত আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান একটি ভূমিকা পালন করছে।

কিন্তু কয়েক বছর ধরে সশস্ত্র এই গোষ্ঠীটি ও সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছিল। আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে সরকার যথেষ্ট ভূমিকা রাখছে না বলে অভিযোগ এএসডব্লিউজের। অপরদিকে এএসডব্লিউজে তাদের অনুমতি ছাড়াই তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ সরকারের।

চলতি মাসের প্রথমদিকে কেন্দ্রীয় বাহিনী এএসডব্লিউজের ওপর আক্রমণ শুরু করলে উত্তেজনা চরমে ওঠে। এএসডব্লিউজের হামলা প্রতিহত করতেই আগাম ওই আক্রমণ চালানো হয় বলে কেন্দ্রীয় বাহিনী জানিয়েছিল। কিন্তু এএসডব্লিউজে তাদের আক্রমণ প্রতিহত করে গুরিসেল দখল করে নেয়, জেলাটির বাসিন্দারাও গোষ্ঠীটিকে স্বাগত জানায়।