মাধবপুরে ইউপি নির্বাচনের হাওয়া,সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ
হামিদুর রহমান, (মাধবপুর) হবিগঞ্জ থেকে :
ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মাধবপুরে উপজেলার ১১টি ইউনিয়নে ইতোমধ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা এখন মাঠে। ইউপি নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন কৌশলে তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আবার দলীয় মনোনয়ন পেতে জেলা,উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাদের কাছে জোর লবিং ও চালিয়ে যাচ্ছেন।পাড়া-মহল্লায় করছেন ছোটখাটো মতবিনিময় সভা। চায়ের দোকান থেকে শুরু করে ভোটারদের বাড়িতে গিয়ে চাইছেন দোয়া ও আশীর্বাদ, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এদিকে বিএনপি ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ গ্রহণ না করলেও অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারেন বলে শোনা যাচ্ছে।
১নং ধর্মঘর ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন ধর্মঘর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফারুক আহমেদ পারুল, সাধারন সম্পাদক মেজবাহুল বর পলাশ ও ধর্মঘর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম রাজা,মাধবপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আবু তাহের, স্বতন্ত্র প্রার্থী মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি,বর্তমান চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল ও যুবদল নেতা সাইফুর রহমান টিটু । ২নং চৌমুহনী ইউনিয়নে আওয়ামীলীগ থেকে নির্বাচন করতে নৌকা প্রতীকের জন্যে প্রচারনা চালিয়ে যাচ্ছেন মাধবপুর উপজেলা শ্রমিকলীগের আহব্বায়ক বর্তমান চেয়ারম্যান আপন মিয়া,চৌমুহনী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আজহার উদ্দিন ভুইয়া,মাধবপুর পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আতাউস ছামাদ বাবু, স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রচারনা চালিয়ে যাচ্ছেন মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ,বিএনপি নেতা ডাঃ মুহাম্মদ আলী ও সৈয়দ শাহ আমানুল্লাহ চুন্নু। ৩নং বহরা ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বহরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বর্তমান চেয়ারম্যান আরিফুর রহমান, মাধবপুর উপজেলা আওয়ামীগের যুগ্ন সম্পাদক সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন,উপজেলা আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান এহতেশাম উল বর চৌধুরী লিপু,আলাউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন আলম রিপন, আল আমিন। ৪ নং আদাঐর ইউনিয়নে নৌকার মাঝি হতে চান মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান ফারুক পাঠান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম,আদাঐর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা সৈয়দ তানজিল আহমেদ,স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মীর খুর্শেদ আলম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আল আমিন ইসলাম।
৫নং আন্দিউড়া ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান,আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান অনিক,সভাপতি অপু চৌধুরী, নেপাল চন্দ্র দাস ,আব্দুল কুদ্দুছ মাখন চকদার। স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোস্তাক খান হেলাল, ৬নং শাহজাহানপুর ইউনিয়নে নৌকা পেতে ইচ্ছুক ইউনিয়ন আওয়ামীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান বাবুল হোসেন খান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাংবাদিক আইয়ূব খান, চা শ্রমিক নেতা রবিন্দ্র গৌড়। স্বতন্ত্র প্রার্থী মাধবপুর উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক সাবেক চেয়ারম্যান পারভেজ হুসেন চৌধুরী, শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মিয়া । ৭নং জগদীশপুর ইউনিয়নে আওয়ামীলীগের নৌকার কান্ডারী হতে প্রচারনা চালিয়ে যাচ্ছেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের নেতা শফিকুল ইসলাম শফিক, জগদীশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাসুদ খান,আওয়ামীলীগ নেতা সৈয়দ ইমরুল হোসেন রাসেল,নাসির উদ্দিন খান । স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা একলাছুজ্জামান ভুইয়া একলাছ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহব্বায়ক মহিবুল তানিম ও স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন,শেখ আব্দুল জলিল মনু। ৮ং বুল্লা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক শামীমুর রহমান,কেন্দ্রীয় কৃষক লীগের নেতা বশির মিয়া, স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান শামসুল ইসলাম মামুন। ৯নং নোয়াপাড়া ইউনিয়নে নৌকার মাঝি হতে চান মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম , উপজেলা আওয়ামীলীগের নেতা মহিউজ্জামান হারুন,মোঃখোকন, আঃ আওয়াল লিটন,ইকবাল পাঠান, ছাড়াও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ জাবেদ,হবিগঞ্জ সেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক সৈয়দ সোহেল,আদম খাঁ মেম্বার ,সৈয়দ মোঃ পিন্স। ১০ নং ছাতিয়াইন ইউনিয়নের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান সহিদ উদ্দিন আহমেদ, সাবেক সদ্য প্রয়াত সাবেক চেয়ারম্যান খায়রুল ইসলাম মনু এর স্ত্রী জেলা পরিষদেও সংরক্ষিত আসনের সদস্য ফাতেমা তুজ জহুরা রিনা,উপজেলা আওয়ামীলীগ নেতা শাহীন মহালদার, স্বত্রন্ত প্রার্থী হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মিনহাজ উদ্দিন চৌধুরী। ১১ নং বাঘাসুরা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মিসবাহ উদ্দিন তালুকদার শোয়েব,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এখলাছুর রহমান, স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপি নেতা সহিদ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মাধবপুর প্রেস ক্লাব সভাপতি মহিউদ্দিন আহম্মেদ।