আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ করে প্রতিবাদ 
আমরা হাতে নয়, বাংলাদেশকে ভাতে মারবো-প্রমুখ অলক পাল

Published: 26 October 2021

অরুপ রায়, করিমগঞ্জ (ভারত) ২৬ অক্টোবর :

আমরা হাতে নয় ভাতে মারবো, এখনো সময় আছে সঠিক পথে চলার অন্যতায় না খেয়ে মরতে হবে, তখন ধর্ম খাওয়া দেবে না, তাই যার যেমন কর্ম তার তেমন ফল ।

বাংলাদেশ যদি নিজেদের হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ না করে তা হলে আমাদের  বাঁকা পথে বাংলাদেশকে নিয়ন্ত্রণ আনা হবে।

বাংলাদেশ সরকার কেন পাকিস্তানি সমর্থক তালিবানি ভক্ত “হেফাজতে ইসলাম ” কে নিষিদ্ধ করছে না ।

সে দেশের সরকার যদি হিন্দু নির্যাতন বন্ধ করতে ব্যর্থ হয় তা হলে ভারতের নাগরিকরা বাধ্য হবে আমদানি রফতানি বন্ধ করে দেওয়া হবে । আজ আমরা ট্রেইলার দিয়েছি সীমান্তে বাণিজ্য আমদানি বন্ধ করে । আগামীতে সম্পন্ন সিনেমা দেখবে বাংলাদেশ । এই ভাবে কিছু দিন আনা নেওয়া বনধ করে দিলে গোটা বাংলাদেশ জোড়ে আহাকার দেখা দেবে । না খেয়ে মরতে হবে বলে হুঙ্কার দেন আর এস এসের বরাক বিভাগ সম্পর্ক প্রমুখ অলক পাল ।

তিনি বলেন বাংলাদেশের নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে পুজোর শুরুতে একের পর এক মন্দিরে হামলা, মূর্তি ভাঙচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ, লোটপাট, নারী নির্যাতন, খুনের মত ঘটনা নিয়ে আমাদের দেশের সংখ্যালঘুরা নীরব ভূমিকা পালন করছেন কেন বলে প্রশ্ন তুলেন অলোক পাল।

আজ করিমগঞ্জ শহরের বিসর্জন ঘাটে এবং সুতারকান্দি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে আমদানি রফতানি বন্ধ করে দে গেরুয়া বাহিনী। হিন্দু জাগরণ মঞ্চের আহ্বানে আয়োজিত প্রতিবাদ কার্যসূচিতে উত্তাল হয়ে ওঠে । পরিস্থিতির দিকে বিবেচনা করে দুটি প্রতিবাদ স্থলে সুরক্ষায় মোড়ে দেওয়া হয় ।  বাংলাদেশি মৌলবাদী নীতির বিরুদ্দে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলেন প্রতিবাদকারীরা।

হিন্দু জাগরন মঞ্চের নেতা মনোজিত চক্রবর্তী তার বক্তব্যে বলেন,বাংলাদেশে হিন্দুদের মঠ-,মন্দিরে আক্রমন ও হত্যা লীলা নতুন কিছু নয়।, বাংলাদেশ গঠনের পর থেকে হত্যা লীলা অব্যাহত আছে।।বাংলাদেশ হিন্দু শুণ্য করার জন্য এভাবে হিন্দু দের উপর মৌলবাদী দের আক্রমন অন্তর্জারটিক  চক্রান্ত প্রক্রিয়া চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন।তিনি জানান, দুর্বল কে আক্রমন করার বিরোদ্ধে ভারতের মুসলিমদের এগিয়ে আসার আহব্বান জানান।বলেন,।বাংলাদেশে শীঘ্র নির্যাতন, হিন্দুদের সম্পত্তি লুট করা বন্ধ না হলে হিন্দু জাগরন মঞ্চ প্রতিশোধ নিতে পিচ পা সরবেনা বলে হুমকি দেন।, প্ৰতিটি ক্ষেত্রে বাংলাদেশে হিন্দু দের উপর নির্যাতন অব্যাহত,অথচ পুলিশ প্রসাসন নির্বিকার, নিধিরাম সর্দারের ভুমিকায়।প্রীতিকী হিসাবেএকদিন বাণিজ্য বন্ধ, ভবিষতে সব ধরণের সুযোগ বন্ধ করতে আন্দোলন গড়ে তুলার প্রস্তাব দেন। হাতে নয় ,এবার ভাতে মারবো এ মন্তব্য করে তিনি আরও জানান,  বাংলাদেশের পণ্য যাতে আসামে আমদানি না আসে ।সেদিকে ব8শেষ নজর দেওয়ার আহ্বান জানান সভাপতি মনোজিত চক্রবর্তী। ,বাংলাদেশ হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত আনা হয়েছে।তার বিজেপির নেতা তথা রাজ্যের এআইডিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস বলেন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে আজকের এই বিক্ষোভ।বাংলাদেশ কে শাসিয়ে দিতে আজকের বিক্ষোভ প্রতীকী মাত্র। নির্যাতন বন্ধ না হলে আগামীতেও সমস্ত ভারত-বাংলা সীমান্তে হিন্দু জাগবে প্রতিবাদী কর্মসূচি র মাধ্যমে  অর্থনৈতিক অবরোধ গড়ে তুলা হবে বলে হুমকি দিয়েছেন।

করিমগঞ্জ বিজেপির উপ-সভাপতি অমরেশ রায় বলেন, এখন অবধি প্রায় চার হাজার হিন্দু নাগরিক কে নির্যাতন করা হয়েছে।শুধু ভারত নয়, এই  কাণ্ডের ধিক্কার জানাচ্ছে সমস্ত বিশ্ব।হিন্দুদের বিতাড়িত করে বাংলাদেশ কে আফগানিস্তান বানানোর প্রয়াস চালানো হচ্ছে  বলে মন্তব্য করেন অমরেশ রায়।তিনি জানান,ধর্ম নয় ভাষার ভিত্তিতে পাকিস্তান-বাংলাদেশ  ভাগাভাগী হলে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কে ধর্মনিরপেক্ষ দেশ গড়ার প্রতিশ্রুতি দিলেও তা ছিল সম্পূর্ন ভুয়ো।।ভারত ছাড়া বাংলাদেশ পাঁচ দিন ও বাঁচতে না পারবে না, তা বুঝিয়ে দিতে অর্থনীতিক ভাবে আঘাত করার জন্য ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের হস্তক্ষেপ চান।অবিচার অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠার অনুরোধ জানান বিশ্বের প্রতিটি দেশ । বক্তব্য রাখতে গিয়ে  করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য,বলেন বাংলাদেশে ইসকন ও রামকৃষ্ণ মিশন সহ নানা ধর্মীয় প্রতিষ্টান মানব সেবায় ধর্ম দেখে না সেবা করে যায় আজ সেই সব প্রতিষ্টানে হামলা,হত্যা লীলা চালায় মৌলবাদীরা । পাকিস্তানের মদত পুস্ট তালিবানি জঙ্গিদের নীলনকশায় “হেফাজতে ইসলাম” এই কান্ড ঘটিয়েছে সরকার এই সংগঠনের উপর কড়া ব্যবস্থা নেওয়া এবং হিন্দুদের সুরক্ষা দেওয়ার দাবি জানান।

রাজ্যিক বিজেপির  বিশ্বরূপ ভট্টাচার্য বলেন কারা মসজিদ থেকে কোরআন নিয়ে এসে হনুমানের পায়ের উপর রেখে হনুমানের গোদা নিয়ে যায় এবং পরে হিন্দুদের উপর দূষ চাপিয়ে উল্টো তাদের উপর হামলা চালায় ।

যারা ঘটনা ঘটিয়েছে পবিত্র কোরআনকে অপবিত্র করেছে তাদের ফাঁসির দাবি করুক ইসলাম ধর্মের মানুষরা যদি ফাঁসি হয় তখন বুঝতে পারব সত্যিকারের তারা তাদের ধর্ম গ্রন্থ কে ভালোবাসে । বিজেপির উত্তর করিমগঞ্জ মন্ডল সভাপতি পাপলু দেব, শান্তা চৌধুরীসহ বিভিন্ন মোর্চা কমিটির কর্মীরা। বাংলাদেশের বিরোদ্ধে অর্থনৈতিক অবরোধ গড়ে তোলার প্রস্তাব তুলেন।আমদানি রপ্তানি বন্ধ রেখে প্রতিবাদী বিক্ষোভ প্রদর্শন চলে বিকেল তিনটা পর্যন্ত।

অনুরূপ ভাবে বিসর্জন ঘাটে আন্দোলনে বক্তব্য রাখেন বিজেপির শহর মন্ডল সভাপতি কিশোর দে, সুখেন্দু দাস ,অজয় ভট্টাচার্য প্রমুখ ।