বন্ধ করে দেওয়া হলো খার্তুম বিমানবন্দর

Published: 27 October 2021

পোস্ট ডেস্ক :


সুদানে সেনা অভ্যুত্থানের পর দেশটির খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশটির সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানায়। খবর আনাদোলুর।

সুদানের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানায়, সেনা অভ্যুত্থানের ফলে বিক্ষোভের জেরে খার্তুম বিমানবন্দরে মঙ্গলবার থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়েছে।

 

এর আগে সেনা অভ্যুত্থানের পর তুরস্ক-সুদান ফ্লাইট স্থগিত করেছে তুর্কিশ এয়ারলাইন্স।

সুদানের শাসক পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান সোমবার জরুরি অবস্থা ঘোষণা করেন এবং ক্রান্তিকালীন সার্বভৌম পরিষদ ও সরকার ভেঙে দেন।

দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারের পর এ ঘোষণা দেওয়া হয়।

সেনাবাহিনী ক্ষমতাগ্রহণ করার পর রাজধানী খার্তুমসহ দেশের সর্বত্র বিক্ষোভ চলছে।

বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে ও পতাকা উড়িয়ে রাস্তায় রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেছেন।

বিক্ষোভে জনতার ওপর সেনাদের চালানো গুলিতে বহু মানুষের প্রাণ গেছে বলে জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে।