জাস্টিন ট্রুডোর নেতৃত্বে কানাডায় নতুন মন্ত্রিসভার ৩৯ সদস্যের শপথ

Published: 27 October 2021

পোস্ট ডেস্ক :


কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বে ৩৯ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার অটোয়ার রিডিও হলে কানাডার গভর্নর জেনারেল মেরি সাইমনের উপস্থিতিতে তারা শপথ গ্রহণ করেন। তৃতীয়বারের মতো কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া ট্রুডো তার নতুন মন্ত্রিসভায় লিঙ্গসমতা বজায় রেখে কানাডার আঞ্চলিক উন্নয়ন সংস্থাগুলোর ওপর গুরুত্ব দেন।

কানাডার নতুন মন্ত্রিসভার সদস্যরা হলেন- প্রধানমন্ত্রী : জাস্টিন ট্রুডো, উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী : ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, পরিবহনমন্ত্রী : ওমর আলগাবরা, প্রতিরক্ষামন্ত্রী : অনিতা আনন্দ, মানসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যসহযোগী মন্ত্রী : ক্যারোলিন বেনেট, কৃষি ও কৃষি-খাদ্য মন্ত্রী : মারি-ক্লদ বিবেউ, কুইন্স প্রিভি কাউন্সিলের সভাপতি এবং জরুরি প্রস্তুতি বিষয়ক মন্ত্রী : বিল ব্লেয়ার, পর্যটন এবং অর্থমন্ত্রী : র‌্যান্ডি বোয়সনল্ট, উদ্ভাবন, বিজ্ঞান ও শিল্পমন্ত্রী : ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন, স্বাস্থ্যমন্ত্রী : জিন-ইভেস ডুকলোস, ট্রেজারি বোর্ড প্রেসিডেন্ট : মোনা ফোর্টিয়ার, অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী : শন ফ্রেজার, পরিবার, শিশু ও সামাজিক উন্নয়ন মন্ত্রী : কারিনা গোল্ড, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী : স্টিভেন গিলবল্ট, আদিবাসী পরিষেবা এবং উত্তর অন্টারিও ফেডারেল অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী : প্যাটি হাজদু, হাউস অব কমন্সে সরকারি দলের প্রতিনিধি : মার্ক হল্যান্ড, আবাসন ও বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি মন্ত্রী : আহমেদ হুসেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী : গুডি হাচিংস, নারী, লিঙ্গসমতা ও যুব মন্ত্রী : মার্সি আইন, দক্ষিণ অন্টারিওর ফেডারেল অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী : হেলেনা জ্যাকজেকের, পররাষ্ট্রমন্ত্রী : মেলানি জোলি, সিনিয়র মন্ত্রী : কমল খেরা, বিচারমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল : ডেভিড ল্যামেটি, আন্তঃসরকার, অবকাঠামো এবং সম্প্রদায় বিষয়ক মন্ত্রী : ডমিনিক লেব্লাঙ্ক, জাতীয় রাজস্ব বিষয়ক মন্ত্রী : ডায়ান লেবুথিলিয়ার, ভেটেরান্স বিষয়ক মন্ত্রী এবং সহযোগী প্রতিরক্ষামন্ত্রী : লরেন্স ম্যাক ওলে, জননিরাপত্তামন্ত্রী : মার্কো মেন্ডিসিনো, ক্রাউন-আদিবাসী সম্পর্ক বিষয়ক মন্ত্রী : মার্ক মিলার, মৎস্য, মহাসাগর এবং কানাডিয়ান কোস্ট গার্ড মন্ত্রী : জয়েস মারে, আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসা ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী : মেরি এনজি, শ্রমমন্ত্রী : সিমাসও’ রেগান, সরকারি ভাষা বিষয়ক মন্ত্রী এবং আটলান্টিক সুযোগ সংস্থার মন্ত্রী : জিনেট পেটিটপাস টেলর, কর্মসংস্থান, কর্মশক্তি ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রী : কার্লা কোয়ালট্রো, হেরিটেজ এবং কুইবেক বিষয়ক মন্ত্রী : লেফটেন্যান্ট পাবলো রদ্রিগেজ, আন্তর্জাতিক উন্নয়ন এবং প্যাসিফিক ইকোনমিক ডেভেলপমেন্ট মন্ত্রী : হারজিত সজ্জন, ক্রীড়ামন্ত্রী এবং কুইবেক প্যাস্কেল সেন্ট-ওঞ্জ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী : পাসকেল সেন্ট-অনগে, পাবলিক সার্ভিস ও প্রকিউরমেন্ট মন্ত্রী : ফিলোমেনা তাসি, উত্তর বিষয়ক মন্ত্রী, কানাডিয়ান নর্দান ইকোনমিক ডেভেলপমেন্ট এজেন্সির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী : ড্যান ভ্যান্ডাল এবং প্রাকৃতিক সম্পদ মন্ত্রী : জনাথন উইলকিনসন।

কানাডার সাধারণ নাগরিকদের প্রত্যাশা, জাস্টিন ট্রুডোর নেতৃত্বে নতুন এই মন্ত্রিসভা কানাডার সর্বাঙ্গীণ অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষেরও শিক্ষা, স্বাস্থ্য-অর্থনীতিসহ সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালনে সক্ষম হবে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ফেডারেল পার্লামেন্টের নির্বাচনে বিজয়ী হয়ে জাস্টিন ট্রুডোর নেতৃত্বে লিবারেল পার্টি তৃতীয়বারের মতো সরকার গঠন করে। নির্বাচনে তারা অবশ্য এবারও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।