প্রথমবারের মতো ক্যামেরার সামনে মোল্লা ওমরের ছেলে ইয়াকুব

Published: 29 October 2021

পোস্ট ডেস্ক :


আফগানিস্তানে তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রীর পদ পাওয়া মোল্লা মোহাম্মদ ইয়াকুব প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এসেছেন। তিনি তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে। গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে এবং এর দুই সপ্তাহ পর অন্তর্র্বতী সরকার গঠন করে। সে সরকারে প্রতিরক্ষামন্ত্রীর পদ পান ইয়াকুব। এই প্রথম তাকে ক্যামেরার সামনে দেখা গেলো। আফগানিস্তানের ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে উপস্থিত হলে গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানে মোল্লা ইয়াকুব আফগানিস্তানের স্বাস্থ্য খাতে বিনিয়োগ করার জন্য তার দেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। রাজধানী কাবুলে জেনারেল মোহাম্মদ দাউদ খান সামরিক হাসপাতালে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে ইয়াকুব বলেন, আফগানিস্তানে যুদ্ধ, সহিংসতা ও রক্তপাতের দিনগুলো শেষ হয়ে গেছে। এখন দেশ গঠনের সময়। তিনি আফগান নাগরিকদেরকে এমনভাবে চিকিৎসা দেয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান যাতে কোনো মানুষ দেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়ার কথা চিন্তা না করে। ৩৫ বছরের ইয়াকুব মূলত অডিও বার্তার মাধ্যমে যোগাযোগ করতেন। তার পিতা মোল্লা ওমরও তালেবানের প্রথম শাসনামলের ৫ বছরে কখনো ক্যামেরার সামনে আসেননি।