স্ত্রীর যন্ত্রণা থেকে বাঁচতে জেলে গেলেন স্বামী

Published: 30 October 2021

পোস্ট ডেস্ক :


কেউ কি নিজের ইচ্ছায় জেলে যেতে চায়? বরঞ্চ যে কোনো ভাবে জেল এড়াতে চায় মানুষ। কিন্তু ইতালির এক ব্যাক্তি সম্প্রতি নিজেকে জেলে নেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন। ৩০ বছর বয়সী ওই ব্যাক্তি মাদক মামলায় গ্রেপ্তারের পর তাকে গৃহবন্দী থাকার নির্দেশ দিয়েছে এক আদালত। কিন্তু তিনি চান তাকে যেনো বাড়িতে আটক না রেখে জেলে পাঠানো হয়। কারণ বাড়িতে তার জীবন দুর্বিসহ হয়ে উঠেছে।

ইতালির গুইদোনিয়া মন্টেসিলিও এলাকার এই বাসিন্দা স্থানীয় পুলিশকে অনুরোধ করে জানিয়েছেন, তাকে যেনো জেলে নিয়ে আটক রাখা হয়, কারণ বাড়িতে স্ত্রীর সঙ্গে থাকা হচ্ছে তার কাছে ‘জাহান্নামের’ মতো। তিনি নিজেই পুলিশ স্টেশনে হাজির হন। অনুরোধ জানিয়ে বলেন, আমি আর নিতে পারছিনা, আমাকে জেলে নিন।

গত কয়েক মাস ধরেই ওই ব্যাক্তি গৃহবন্দী আছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আরও কয়েক বছর তাকে বাড়ির মধ্যে আটক থাকতে হবে। বাড়িতে তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা রয়েছেন। কিন্তু তারজন্য এটি মোটেও সুখকর নয়। তাই তিনি তার সাজার মেয়াদ বাড়ির পরিবর্তে জেলে বসে কাটাতে পারেন কিনা সে চেষ্টা করছেন। বর্তমানে গৃহবন্দী থাকার নির্দেশ ভঙ্গ করায় পুলিশ তাকে আটক করে রেখেছে। এদিক থেকে তার চাওয়াই পূর্ন হলো।