ইয়েমেনের এডেন বিমানবন্দরে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ১২

Published: 31 October 2021

পোস্ট ডেস্ক :


ইয়েমেনের এডেন বিমানবন্দরের কাছে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে এক ডজন মানুষের মৃত্যু হয়েছে। বিমানবন্দরে প্রবেশের সময় গেটের কাছে এই বিস্ফোরণটি ঘটানো হয়। সেখানে একটি ট্রাকে জ্বালানি তেল রাখা ছিল। তাতেই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এটি সন্ত্রাসী সংগঠনগুলোর কাজ বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

আল-জাজিরার খবরে জানানো হয়েছে, বিস্ফোরণের পর আসেপাশে থাকা বাড়ির জানালার কাঁচ ভেঙ্গে যায়। এতে ১২ জন নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।

এডেন বন্দর নগরীতে দীর্ঘদিন ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে যুদ্ধ চলছে ইরান সমর্থিত সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠীর। শুধু এডেনই নয় ইয়েমেনজুড়েই ২০১৫ সাল থেকে উভয়পক্ষের সংঘাত অব্যাহত রয়েছে। এছাড়া সেখানে সক্রিয় আছে আল-কায়দার মতো জিহাদি সংগঠনগুলোও।