মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

Published: 31 October 2021

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ মো. ইয়াছিন আরাফাত (৯) নামের এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে। নিহত ইয়াছিন আরাফাতের বাড়ি চাটখিল উপজেলার সাজেরখিল গ্রামে। সে ওই গ্রামের কামাল হোসেনের ছেলে।
তার পিতার বাড়ি চাটখিলে হলেও সে মায়ের সঙ্গে নানার বাড়ি সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের শ্রীপদ্দী গ্রামে খান বাড়িতে বসবাস করতো। সে একই উপজেলার কাবিলপুর ইউপির ডোমনাকান্দি গ্রামের মদিনাতুল উলুম জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগে আবাসিক ছাত্র হিসাবে বোডিংয়ে থেকে পড়ালেখা করতো।

স্থানীয়দের বরাত দিয়ে সেনবাগ থানা পুলিশ জানায়, শনিবার (৩০ অক্টোবর) বিকেলে ইয়াছিন আরাফাত অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে খেলা করতে গিয়ে জ্ঞান হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় স্থানীয় কয়েকজন সিএনজি চালিত অটোরিকশা চালক তাকে উদ্ধার করে প্রথমে মাদরাসায় নিয়ে যায়। সেখান থেকে তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে রাত ১০টার দিকে সেনবাগ থানার এসআই আবদুল আউয়ালের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স শিশু মাদরাসা ছাত্র ইয়াছিন আরাফাতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রোববার সকালে লাশের ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসফাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় প্রাথমিক ভাবে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।