জলবায়ু সম্মেলনে না আসায় পুতিনের সমালোচনা করলেন বাইডেন

Published: 3 November 2021

পোস্ট ডেস্ক :


স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে (কপ২৬) উপস্থিত না হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার রাতে এক ভাষণে বাইডেন বলেন, জলবায়ু একটি বড় ইস্যু ছিল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আসলেন না, রাশিয়ার পুতিনও তাই করলেন। খবর বিবিসির।

বাইডেন বলেন, রাশিয়ার বিশাল অংশ জ্বলছে আর দেশটির প্রেসিডেন্ট এ ব্যাপারে নিশ্চুপ হয়ে আছেন।

গুরুত্বপূর্ণ এই সম্মেলনে জিনপিং ও পুতিন আসেননি। তবে দুটি দেশই তাদের প্রতিনিধি পাঠিয়েছে।

স্কটল্যান্ডের গ্লাসগোতে দুই সপ্তাহব্যাপী এ সম্মেলন ১৪ নভেম্বর পর্যন্ত চলবে। ১২০টিরও বেশি দেশের শীর্ষ নেতারা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।