কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই গরু ব্যবসায়ী নিহত

Published: 3 November 2021

সিলেট অফিস :


সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতের দিকে ডোনা সীমান্তের ৩১নং সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আসকর আলী ওরফে আছই (২৫) ও আরিফ মিয়া (২২)। দু’জনের বাড়ি কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামে। তারা গরু ব্যবসায়ী বলে জানাগেছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের মাধ্যমে বিষয়টি জেনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় ফাঁড়িকে জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানা গেছে, কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামের নকিব আলীর ছেলে আসকর ও হান্নান মিয়ার ছেলে আরিফ মঙ্গলবার মধ্যরাতের দিকে ডোনা সীমান্ত এলাকার ৩১নং মেইন পিলারের আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। ওই সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। দু’জন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।