‘তৃণমূল আওয়ামী লীগ’ প্রতিষ্ঠা করে প্রতারণা করতেন ওরা

Published: 4 November 2021

বিশেষ সংবাদদাতা :


‘তৃণমূল আওয়ামী লীগ’ নামক এক ভুঁইফোঁড় রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করে প্রতারণা ও অবৈধ অস্ত্র দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছেন র‌্যাব-১১ সদস্যরা।

বুধবার দিবাগত গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় অভিযান খন্দকার কামাল ওরফে সাগর ওরফে এমকে সাগর নামে এই প্রতারককে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার ২ সহযোগীকেও গ্রেফতার করে র‌্যাব।

একই সময় তার প্রতিষ্ঠিত ভুঁইফোঁড় সংগঠনের সেমিনারের ভিডিও, ভুয়া নথি, চুক্তিপত্র, ব্যানার ও ভিজিটিং কার্ড, অস্ত্র ও জাল টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব-১১ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) তানভীর মাহমুদ পাশা উপরোক্ত তথ্যগুলো জানান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সাগর ‘তৃণমূল আওয়ামী লীগ’ নামক এক ভুঁইফোঁড় রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন। ভুক্তভোগীদের বিভিন্ন সময় মোবাইল ফোনে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদার অর্থ না পেলে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে তাদের ব্যক্তিগত ও পরিবারের নারী সদস্যদের ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার হুমকি প্রদান করতেন।

তিনি আরও জানান, সাগর প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার সখ্যতার প্রমাণ হিসেবে ভুয়া মেসেজ আদান-প্রদানের স্ক্রিনশট প্রদান এবং এডিট করে নিজের ছবি সংযুক্ত করে নিজেকে প্রভাবশালী প্রমাণের চেষ্টা করতেন। এমনকি সাগর চাঁদাবাজির উদ্দেশ্যে অস্ত্রের ভয় ভীতি প্রদর্শন করতেন।

এসএসসি পাশ দাবিকৃত সাগরের বিরুদ্ধে প্রলোভন দেখিয়ে মোটা অংকের অর্থ গ্রহণ ছাড়াও প্রতিশ্রুতি প্রদানের মাধ্যমে প্রতারণা, জাল টাকার কারবার ও নারী পাচারের অভিযোগও রয়েছে বলে উল্লেখ করেন র‌্যাব সিও।

র‌্যাব অধিনায়ক আরও উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমকেই অধিকাংশ ক্ষেত্রে প্রতারণার প্রাথমিক ফাঁদ হিসেবে ব্যবহার করে আসছিল এমকে সাগর। ভুক্তভোগীদের আকৃষ্ট করতে নানা সময়ে সে রাজধানীর বিভিন্ন অডিটোরিয়াম ভাড়া নিয়ে দলীয় সভা সমাবেশের আয়োজন করত। এসব অনুষ্ঠানের ছবি ও ভিডিও তিনি ব্যবহার করতেন তার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য।

খন্দকার কামাল ওরফে সাগর ওরফে এমকে সাগরের গ্রামের বাড়ি যশোর জেলার কেশবপুর থানার ৫নং মঙ্গলকোট এলাকায়। দীর্ঘদিন যাবত তিনি সাভার ও আশুলিয়া থানার গাজিরচট এলাকায় অবস্থান করেন এবং দেশের বিভিন্ন স্থানে অপকর্মগুলো করে আসছিলেন বলে উল্লেখ করে র‌্যাব।

এ প্রতারককে বুধবার দিবাগত গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।