কানাইঘাট সীমান্তে এখনো পড়ে আছে ২ বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ

Published: 4 November 2021

সিলেট অফিস :


সিলেটের উপজেলার ডোনা সীমান্তের দুর্গম নো-ম্যান্সল্যান্ডে এখনো পড়ে আছে দুই বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়নি। রাতেও উদ্ধারের সম্ভাবনা নেই।

মরদেহগুলো সীমান্তের বাংলাদেশ না ভারত অংশে রয়েছে এ নিয়ে জটিলতার কারণে লাশ উদ্ধারে দেরি হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। এদিকে গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু ও লাশ উদ্ধার না হওয়ায় শোকের মাতম চলছে নিহতদের পরিবারে।

উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের ডোনা সীমান্তের ১৩৩১ নম্বর পিলারের পাশে বুধবার দুপুরে দুই বাংলাদেশির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, লাশ দুটি আসকর আলী ও আরিফ মিয়ার। তারা সীমান্তবর্তী এলাগুল এলাকার বাসিন্দা। নিহতদের পরিবারের দাবি, মঙ্গলবার রাতে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন তারা। এরপর আর ফিরে আসেননি।

কানাইঘাট থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, মরদেহগুলো সীমান্তে এখনো পড়ে আছে। বিজিবি ও বিএসএফ যৌথভাবে মরদেহ উদ্ধারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

পুলিশের ধারণা- আসকর ও আরিফ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা ওই দেশের খাসিয়া আদিবাসীদের গুলিতে মারা যেতে পারেন।

লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার আবুল কালাম জানান, নিহত আরিফ ও আসকর তার ওয়ার্ডের বাসিন্দা। গত মঙ্গলবার বিকালের দিকে তারা বাড়ি থেকে বের হয়ে স্থানীয় লালবাজারে যায়। এরপর তারা আর বাড়িতে ফিরেনি।

সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কামান্ডার নজরুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধারে বিজিবি-বিএসএফ আলোচনা চলছে।