যদি সোনার বাংলায়

Published: 6 November 2021

-শফি আহমেদ

যদি সোনার বাংলায়

  সাত সকালে

আকাশপারের রঙধনু

হাসিয়ে ঝরে পড়ে

     প্রজাপতির ডানায়।

অবশেষে দিন শেষে

      কি হবে আঁধারতলায়

দিগন্ত ছেয়ে আসা সন্ধ্যাবেলায়?

সারাদিন হেঁটে বাংলার জনপদে

   হাওর-বাওর ধানক্ষেতের

         ফাঁক ফাঁকরে বুনোপথে

হাসিবে সোনার রবি কোমল হাসি

         সাঁঝের মায়ায়।

দিবে তুলে লাল-শালুক মালায়

   দিন শেষে চাঁদের গলায়।