মাইল এন্ড লেজার সেন্টারে সাঁতার শেখার কোর্স থেকেউপকৃত হয়েছে ৩ শতাধিক শিশু

Published: 6 November 2021

সংবাদদাতা :

টাওয়ার হ্যামলেটসের শিশুদের হাফ টার্মের স্কুল বন্ধের সময়সাঁতার শেখাতে বারার স্কুলগুলোর সাথে একটি পার্টনারশীপ গড়েতুলে মাইল এন্ড পার্ক লেজার সেন্টার এন্ড স্টেডিয়াম। অত্যন্তউদ্ভাবনী নিবিড় এই সাঁতার শেখানোর কর্মসূচি থেকে উপকৃতহয়েছে প্রায় শতাধিক শিশু, যাদের অনেকেই ছিলো সাঁতারেএকদম নতুন, অর্থাৎ প্রথমবারের মত যারা পুলে নেমেছে।
বিনোদন সুবিধা প্রদানকারী সামাজিক উদ্যোগ প্রতিষ্ঠানজিএলএল, যারাবেটারএর অধীনে বারার লেজারসেন্টারগুলো পরিচালনা করছে, তারা এক সপ্তাহের সংক্ষিপ্তসুইমিং কোর্সে শিশুদের স্বাগত জানাতে মাইল এন্ড পার্ক লেজারসেন্টারের দরোজা খুলে দেয়।
হাফ টার্মের স্কুল বন্ধের সময় প্রতিদিন পরিচালিত হয় এই নিবিড়সুইমিং প্রোগ্রাম। বাচ্চারা পুলের পানিতে দাপাদাপির আনন্দউপভোগ করার পাশপাশি সাঁতারের মত অত্যন্ত প্রয়োজনীয়দক্ষতা শেখার সুযোগ লাভ করে। এছাড়া লেজার সেন্টারে তাদেরবিনোদনের জন্য ছিলো নানাবিধ আয়োজন।
বারার লোডেল, স্টুয়ার্ট হেডলাম, কলাম্বিয়া এবং বিগল্যান্ড গ্রীণপ্রাইমারী স্কুল তাদের শিশু শিক্ষার্থীদের সাঁতার শেখাতে পাঠায়।২৬ থেকে ২৯ অক্টোবর মাত্র এই দিনে প্রায় শয়েরও বেশিবারবাচ্চারা পুল ভিজিট করে।
ডোনা নামের স্থানীয় একজন অভিভাবক, যার তিনটি শিশুসন্তান সাঁতার শেখার কর্মসূচিতে অংশ নেয়, বলেনসাঁতারশেখার লেসনগুলো ছিলো অসাধারণ। আমার টি সন্তানপ্রথমবারের মত পানিতে নেমেছে। ফলে তাদের জন্য সাঁতারশেখার এই আয়োজনটি ছিলো সর্বোত্তম পন্থা।
মাইল এন্ড পার্ক এর জেনারেলর ম্যানেজার, বিলি জোনস্ বলেন, বাচ্চাদের সাঁতার শেখানোর লক্ষ্যে স্থানীয় স্কুলগুলোর সাথেআমাদের অংশিদারীত্বমূলক কাজের এমন চমৎকার ফল দেখেআমরা অভিভূত। আমাদের স্থানীয় কমিউনিটিতে জিএলএল এরপূণঃবিনিয়োগের একটি উজ্জল নজির হচ্ছে এটি। পরবর্তী স্কুলহলিডের সময়েও এমন ধরনের কর্মসূচি পরিচালনা করার বিষয়টিআমরা ভেবে দেখতে শুরু করেছি।
টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস বলেন, সুইমিং হচ্ছেএকমাত্র খেলা যা জীবন বাঁচানোর পাশাপাশি বিনোদন লাভ নিজেকে ফিট রাখতে সাহায্য করে। সুইমিং কোর্স অফার করতেপেরে আমি আনন্দিত এবং এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েশত শত শিশু তাদের কারিকুলাম মান অনুযায়ি ২৫ মিটার পর্যন্তসাঁতার কাটা শিখতে পেরেছে। বাচ্চারা জীবনব্যাপি একটি অমূল্যদক্ষতা শিখেছে।