লাফার্জ সিমেন্টের মাধ্যমে আইএসকে পৃষ্ঠপোষকতা করে ফ্রান্স!

Published: 7 November 2021

পোস্ট ডেস্ক :


জঙ্গিগোষ্ঠী আইএসকে কীভাবে ফ্রান্সের একটি সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান গোপনে পৃষ্ঠপোষকতা করে আসছে, তার ওপর তথ্যচিত্র নির্মাণ করেছে তুরস্কের জনপ্রিয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

কয়েক পর্বের এ অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব প্রচারিত হচ্ছে আগামী ১২ নভেম্বর। খবর আনাদোলুর।

তুর্কি ওই গণমাধ্যমের অনুসন্ধানে পাওয়া ডকুমেন্টারিতে দেখানো হয়, দীর্ঘদিন ধরে আইএসকে পৃষ্ঠপোষকতা করে আসছে ফরাসি সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান লাফার্জ।

এতে তুলে ধরা হবে সিরিয়ায় কীভাবে এ ফরাসি সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মাধ্যমে জঙ্গিগোষ্ঠী আইএসকে নাশকতার জন্য অর্থ দেওয়া হচ্ছে।

টিআরটির মহাপরিচালক জাহিদ সোবাচি এক টুইটবার্তায় বলেন, গত দুই বছরে ফরাসি গোয়েন্দারা কমপক্ষে ৫ লাখ বার গোপনবার্তা ও অর্থ পাঠিয়েছেন।

টিআরটির সাবেক প্রধান সম্পাদক ও তুর্কি রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলুর মহাপরিচালক সেরদার কারাগজ বলেন, দুই বছর আগে যখন আমরা অনুসন্ধান শুরু করি, তখন আমাদের ধারণা ছিল না এতটা ব্যাপকভাবে আইএসকে পৃষ্ঠপোষকতা করে আসছে ফ্রান্স।

তাদের তথ্যচিত্রে স্পষ্টভাবে প্রমাণসহ ফরাসিদের নোংরা দিকটি তুলে ধরা হবে।

ইউরাপীয়দের মুখোশ উন্মোচনের জন্য টিআরটির অনুসন্ধানী টিমকে ধন্যবাদ জানান কারাগজ।