ঢাকায় ট্রেনের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

Published: 7 November 2021

বিশেষ সংবাদদাতা :


রাজধানীর খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে রেল ক্রসিং এলাকায় ট্রেন ধীরগতিতে চলতে থাকলে ট্রেন থেকে নামার সময় অপর একটি ট্রেনের ধাক্কায় আশরাফুল আলম (বাচ্চু) (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন । নিহত আশরাফুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। শনিবার (০৬ নভেম্বর) রাতের দিক এই দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনের যাত্রী ছিলেন আশরাফুল। খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে রেল ক্রসিংয়ে ট্রেনটি ধীরগতি থাকায় ট্রেন থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় ওপর দিক থেকে আরেকটি ট্রেন এসে তাকে ধাক্কা দিলে তিনি ট্রেন রাস্তায় ছিটকে পড়ে যান। পরে আমরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। জানা যায়, তিনি ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। বাস না চলায় ট্রেনে করে জামালপুর থেকে ঢাকায় আসেন তিনি।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। বর্তমানে রাজধানী শেওড়াপাড়া এলাকায় থাকতেন।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।