মদপানে ছাত্রলীগ কর্মীর মৃত্যু

Published: 7 November 2021

বিশেষ সংবাদদাতা :


অতিরিক্ত বিষাক্ত মদ্যপানে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঝাউচর এলাকায় এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রোববার সকালে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ওই ছাত্রলীগ কর্মীর নাম সম্রাট সোহান (১৮)। এ ঘটনায় অসুস্থ হয়েছে আরও একজন। সম্রাট সোহান রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় বসবাসরত ব্যবসায়ী তোফায়েল আহাম্মেদ স্বপনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোহান গত বৃহস্পতিবার রাতে তার ২-৩ জন বন্ধুর সঙ্গে বিষাক্ত মদ সেবন করেন। পরে শুক্রবার সোহান ও বাবু সুমন নামের ২ জন অসুস্থ হয়ে পড়েন। শনিবার বিকালে সোহানকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের দাবি, সোহান একজন মেধাবী ছাত্র ছিল। তাকে একটি চক্র পরিকল্পিতভাবে বিষাক্ত মদপান করিয়ে হত্যা করেছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হবে।

সোনারগাঁও থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের করলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।