সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ড

Published: 9 November 2021

পোস্ট ডেস্ক :


সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে করা ঋণ জালিয়াতি মামলায় ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।

রায়ে ২ ধারায় সাবেক প্রধান বিচারপতিকে ১১ বছরের কারাদণ্ড ও মামলার বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

এর আগে এ মামলার সাত আসামির উপস্থিতিতে রায় পড়া শুরু করেন বিচারক।