গ্লাসকোতে বিএনপি এবং ফাইট ফর রাইট ইন্টারন্যাশন্যাল যৌথ বিক্ষোভ

Published: 9 November 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


স্কটল্যান্ডের রাজধানী প্লাসগোতে শুরু হয়েছে জলবায়ু পরিবর্তন সম্মেলনে(কোপ২৬)। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার লক্ষ্য বিশ্ব নেতারা গ্লাসগোতে একত্রিত হয়েছেন। বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা গত রোববার জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগদান করেন ।

এদিকে শেখ হাসিনার গ্লাসগোতে আগমনের প্রতিহত করতে যুক্তরাজ্য বি এন পি সহ অন্যান্য অংঙ্গ সংগঠন ও মানবধিকার সংগঠন ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল সোমবার ও মঙ্গলবার সকাল থেকে স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোতে ব্যাপক বিক্ষোভ আয়োজন করে। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম. মালেক, সেক্রেটারী কয়ছর এবং ফাইট ফর রাইট ইন্টারন্যাশন্যাল এর সভাপতি মো : রায়হান উদ্দিন, সেক্রেটারী বুরহান উদ্দীন চৌধুরী ও সাংগটনিক সম্পাদক তরিকুল ইসলামের নেতৃত্বে এতে অন্যান্য সদস্য বৃন্দের শাহান বিন নিজাম, মো : ফানটু, আবু তাহের , সাইফুল জুনেদ, মামুন, বি এম তামজীদ আব্দুস সামাদ খান, মুহামমদ মাহফুজুর রহমান, নাইম আশরাফুল কুদ্দুস প্রমুখ ।
যুক্তরাজ্য বিএন পি’র সভাপতি এম এ মালেক বলেন, অবিলম্বে তপ্তাবোধায়ক সরকারের অধীনে ইলেকশন দিতে হবে। সরকার অন্যায়ভাবে বেগম জিয়াকে ঘরে বন্দি করে রেখেছে যা অন্যায়।
সেক্রেটারি কয়সর আহমেদ বলেন, খালেদা জিয়া এবং তারেক রহমান কে মুক্ত করে বাংলার জনগনকে সাথে নিয়ে আবার ক্ষমতায় যাবো।

ফাইট ফর রাইটের নির্বাহী সদস্য এবং নিরবাহী সদস্য তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশকে স্বাধীন করতে হলে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে ।