মাধবপুরে যুবলীগ নেতাকে কুপিয়েছে মাদক ব্যবসায়ী
মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি :
মাধবপুরে শাহজাহানপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি শেখ মোঃ দুলালকে দা দিয়ে কুপিয়ে রক্ষাক্ত যখন করেছে কুখ্যাত মাদক ব্যবসায়ী আশরাফ ও তার সহযোগীরা। বুধবার দুপুরে তেলিয়াপাড়া চা বাগানের ১৬ নং সেকশনে এ ঘটনা ঘটে। তার স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেছে। মাধবপুর হাসপাতালের চিকিৎসক জানান, মাথায় গুরুত্বর ্্আঘাতের কারনে তার অবস্থা আশংকাজনক। দুলালের ভাই আমির আলী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ মোঃ দুলাল বুধবার দুপুরে ওই এলাকায় তার কৃষি জমি দেখতে গেলে মাদক ব্যবসায়ী আশরাফ ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে তাকে একা পেয়ে দাড়ালো দা দিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্ষাক্ত জখম করে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মাদক ব্যবসায়ী আশরাফকে ধরতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।