জুড়ীতে রাতে সীল মারা ব্যালট বাক্সে থাকায় ১ ঘন্টা বিলম্বে ভোটগ্রহণ শুরু

Published: 11 November 2021

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাতিলাসাঙ্গন কেন্দ্রে ভোটের আগের রাতে নৌকার প্রার্থী ও কয়েক জন ইউপি সদস্যের পক্ষে ৩৫০ ব্যালট পেপারে অবৈধভাবে সিল মেরে ব্যালট পেপার বাক্সে প্রবেশ করা হয়। ভোট শুরুর আগেই একজন পোলিং এজেন্ট তা ধরে ফেলায় ওই কেন্দ্রে চরম উত্তেজনা দেখা দেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌছে জাল ভোট ছিড়ে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমঝোতায় সকাল ৮টার পরিবর্তে ওই কেন্দ্রে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। রাতের আধারে ব্যালট পেপারে সীল মেরে বাক্সে ঢুকিয়ে রাখার ঘটনায় প্রিসাইডিং অফিসার পিনাক কান্তি ঘোষকে তাৎক্ষণিক অপসারণ করা হয়।