বিয়ানীবাজারে তৃণমূলের ভোটে নৌকা জয়ী হলেন যারা

Published: 14 November 2021

বিয়ানীবাজার প্রতিনিধি :

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিক রহমান চৌধুরী বলেছেন, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে দলের নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করে ঐক্যবদ্ধ হতে হবে। রবিবার তিনি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা গ্রাম পর্যায়ে শহর জীবনের মতো সুযোগ সুবিধা দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল নেতাকর্মীরা যেন যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নৌকার প্রার্থী নির্ধারিত করে এ জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

বর্ধিত সভায় বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়ালের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য আব্দুল বারি, আব্দুল হাসিব মনিয়া, মোহাম্মদ জাকির হোসেন ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন, আহমদ হোসেন বাবুল, ছালেহ আহমেদ বাবুল যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লব, আব্দুস শুকুর সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী।

পরে তৃণমূলের ভোটে উপজেলার ১০ টি ইউনিয়নে নৌকার প্রার্থীর সম্ভাব্য তালিকা নির্ধারণ করা হয়েছে। উপজেলার ১নং আলীনগর ইউনিয়নে একক প্রার্থী হওয়ায় নৌকা প্রত্যাশী আহবাবুর রহমান শিশুকে জয়ী ঘোষনা করা হয়। ২নং চারখাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহমদ আলী, প্রবাসী আওয়ামীলীগ গৌছ উদ্দিনকে কাউন্সিলরদের ভোটে পরাজিত করেন, ৩নং দুবাগ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুস সালামকে পরাজিত করে জয়ী হন তরুন আওয়ামীলীগ নেতা পলাশ আফজাল। ৪নং শেওলা ইউনিয়নে জহুর উদ্দিন বিজয়ী হোন, ৫নং কুড়ারবাজার ইউপিতে কোনো প্রার্থী না থাকায় প্রবাসী আওয়ামীলীগ নেতা বাহার উদ্দিনকে জয়ী ঘোষনা করা হয়। ৭নং মাথিউরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শিহাব উদ্দিনকে পরাজিত করেন তরুন আওয়ামীলীগ নেতা আমান উদ্দিন, ৮নং তিলপারা ইউনিয়নে তৃনমুলের ভোটে বিজয়ী হন শ্রী বিবেকানন্দ দাস, ৯নং মোল্লাপুর ইউনিয়নে বিজয়ী হোন আশরাফুল ইসলাম, ১০নং মুড়িয়া ইউনিয়নে বিজয়ী হন হুমায়ুন কবির ও ১১নং লাউতা ইউনিয়নে সমঝোতায় প্রার্থী সাবেক ৪ বারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল।

সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, তৃণমুলের ভোটে থাকা প্রত্যেক ইউনিয়নের প্রথম তিনজন করে সম্ভাব্য তালিকা কেন্দ্রে পাঠানো হবে, সেখান থেকেই নৌকার প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ হবে।