ভারতের সেই ২ নারী সাংবাদিক আটক

Published: 14 November 2021

পোস্ট ডেস্ক :


ভারতের দুই নারী সাংবাদিক সমৃদ্ধি সাকুনিয়া ও স্বর্ণা ঝার বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদের এক সমর্থক এফআইআর দায়ের করেছিলেন। তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং হিন্দু ও মুসলিমদের মধ্যে বৈরিতা উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। অন্যদিকে ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে হোটেলে এসে ‘ভয়’ দেখানোর অভিযোগ তুলেছিলেন ওই দুই সাংবাদিক।

এবার ওই দুই সাংবাদিককে আটক করা হয়েছে বলে রোববার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে।

ভারতের ত্রিপুরা রাজ্যে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার ওপর রিপোর্ট করাকে কেন্দ্র করে তাদের অভিযুক্ত করা হয়।

এর আগে অভিযুক্ত দুই সাংবাদিক স্বর্ণা ঝা ও সমৃদ্ধি সাকুনিয়া জানিয়েছিলেন, তারা গত মাসে একটি হিন্দু দক্ষিণপন্থী গোষ্ঠীর সমাবেশ চলার সময় মুসলিমদের বাড়িঘর ও একটি মসজিদের ওপর চালানো আক্রমণের তথ্য সংগ্রহ করছিলেন।

এর জের ধরে বিশ্ব হিন্দু পরিষদের এক সমর্থক তাদের বিরুদ্ধে হিন্দু ও মুসলিমদের মধ্যে বৈরিতা উসকে দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করেন।