জামালপুরে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ায় প্রেমিকা কারাগারে

Published: 15 November 2021

বিশেষ সংবাদদাতা :


জামালপুরের সরিষাবাড়ীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেওয়ার অপরাধে প্রেমিকাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল রবিবার রাতে উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম গ্রামের প্রেমিক সামিনুর ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। রাতেই প্রেমিক সামিনুরের বড় ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে নারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। সোমবার সকালে ওই নারীকে কারাগারে পাঠিয়েছেন পুলিশ।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের মৃত চান মিয়ার ছেলে সামিনুর ইসলামের সাথে ২০১৬ সাল থেকে প্রেমের সর্ম্পক হয় তাদের দু-জনের। হঠাৎ প্রেমিক সামিনুর ইসলাম চাকরি নিয়ে প্রেমিকার সাথে যোগাযোগ বন্ধ করলে ১৩ নভেম্বর প্রেমিকের বাড়িতে খোঁজ নিতে আসেন প্রেমিকা। প্রেমিককে না পেয়ে তার বাড়িতেই অবস্থান নেন ওই নারী। এতে ক্ষুব্ধ হয় সামিনুর ইসলামের পরিবারের সদস্যরা। একর্পযায়ে ওই নারীকে বাড়ি থেকে জোরপূর্বক বের করতে ব্যর্থ হলে ১৪ নভেম্বর সন্ধ্যায় পুলিশকে জানান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তার বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার সকালে তাকে কারাগারে পাঠিয়ে দেয়। তিনি টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলার বানিয়াজান উত্তর পাড়া গ্রামের মৃত রমজান আলীর মেয়ে বলে মামলায় উল্লেখ্য রয়েছে।

প্রেমিকার বাড়িতে অবস্থানের সময় তিনি সাংবাদিকদের বলেন, ২০১৬ সাল থেকে সামিনুর ইসলামের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সেই সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে সামিনুর ইসলাম। বেশ কিছুদিন ধরে যোগাযোগ বন্ধ করলে বাড়িতে খোঁজ নিতে আসি। বাড়িতে আসার পর পরই তারা তাকে মারধর করে বলে জানান।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর রকিবুল হক জানান, ছেলের বাড়িতে এসে মেয়েটি অবস্থান নেয় এবং ভাঙচুর করে। পুলিশে খবর দিলে মেয়েটিকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে সামিনুর ইসলামের ভাই থানায় মামলা দিলে তাকে জেলহাজতে পাঠানো হয়।