মাধবপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

Published: 16 November 2021

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর সীমান্তে অভিযান পরিচালনা করে ৫৬ বোতল বিভিন্ন প্রকারের মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (১৫নভেম্বর) রাতে উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি সরাইল ২৫ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ ফেরদৌস কবীর পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়জ্বালা বিওপির সদস্যরা ১৯৯০ মেইন পিলারের বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে আনুমানিক ৮৪ হাজার টাকা মূল্যের ৪৬ বোতল ম্যাগডুয়েলস এবং ১০ বোতল কিং ফিসার মদ উদ্ধার করে।