বেলারুশ সীমান্তে অভিবাসীদের লক্ষ্য করে পোলিশ বাহিনীর টিয়ার গ্যাস-জলকামান

Published: 16 November 2021

পোস্ট ডেস্ক :

পোলিশ বাহিনী বেলারুশ থেকে সীমান্ত অতিক্রমের চেষ্টা ও পাথর নিক্ষেপকারী অভিবাসীদের বিরুদ্ধে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। সেই সঙ্গে তারা জলকামান মোতায়েন করে।

সীমান্তে স্পষ্ট সংঘর্ষ দেখানো একটি ভিডিও টুইট করে পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বলে, অভিবাসীরা পাথর দিয়ে আমাদের সেনা ও কর্মকর্তাদের ওপর আক্রমণ করছে। বেড়া ধ্বংস করে পোল্যান্ডে প্রবেশ করার চেষ্টা করছে। আমাদের বাহিনী তাদের আগ্রাসন দমন করতে টিয়ার গ্যাস ব্যবহার করেছে।

পোলিশ পুলিশ জানিয়েছে, সংঘর্ষে একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাঁর মাথা ফেটে গেছে। পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাসের ক্যানিস্টার নিক্ষেপ করা হয়।

রাশিয়া অভিবাসীদের বিরুদ্ধে পোল্যান্ডের টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহারের নিন্দা জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এটিকে ‘একদম অগ্রহণযোগ্য’ আখ্যা দেন।

পোলিশ সীমান্তরক্ষীদের অনুমান, পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে। পোল্যান্ড ও বেলারুশের সীমান্তে বর্তমানে প্রায় চার হাজার অভিবাসী অবস্থান করছে। সেখানে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি। রয়েছে খাবার ও পানীয় জলের তীব্র সংকট।