এবার সিরিয়া যাওয়া নিয়ে যা বললেন শামীমা

Published: 23 November 2021

পোস্ট ডেস্ক :


শামীমা বেগম বেশ জোর দিয়েই বলেন, আমি যুক্তরাজ্যকে ঘৃণা করিনি যখন সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দিতে সিরিয়া যাই। আদালতে তাঁর বিপক্ষে আনীত অভিযোগের বিরুদ্ধে লড়াই করার সুযোগের জন্য তার আবেদনে এ কথার পুনরাবৃত্তি করেন তিনি।

২২ বছর বয়সী তরুণী বলেন, তাঁর ‘আশা ও স্বপ্ন’ আছে। কিন্তু যদি তাঁর ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেওয়া না হয় তবে তাঁর কোনো ‘প্ল্যান বি’ নেই।

শামীমা ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে স্কুলছাত্রী থাকা অবস্থায় সিরিয়ার উদ্দেশে তাঁর পূর্ব লন্ডনের বাড়ি ছাড়েন।

তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেন। তিনি আগেও বলেছিলেন, কিভাবে অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য তিনি যুক্তরাজ্যে ফিরে আসতে চেয়েছিলেন।

স্কাই নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি ইসলামিক স্টেটে যোগ দিয়ে নৃশংসতা চালানোর অভিযোগ পুনরায় অস্বীকার করেন। বলেন, এসব ‘পুরোপুরি মিথ্যা’। আমি তাদের বিরুদ্ধে আদালতে লড়াই করতে ইচ্ছুক, কিন্তু আমাকে সুযোগ দেওয়া হচ্ছে না।

কিশোর বয়সে যুক্তরাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, এটি একটি ‘হঠাৎ সিদ্ধান্ত’ ছিল।

তিনি বলেন, আমি ব্রিটেনকে ঘৃণা করিনি, আমি আমার জীবনকে ঘৃণা করেছি। শামীমা বলেন, আমি খুব সংকুচিত বোধ করেছি। আমি অনুভব করেছি যে আমি একজন ব্রিটিশ নারী হিসাবে যুক্তরাজ্যে যে জীবন চেয়েছিলাম, তা আমি যাপন করতে পারব না।