রোনালদোদের কোচ হতে চান না টেন হাগ

Published: 23 November 2021

পোস্ট ডেস্ক : 


একের পর এক বাজে পারফরম্যান্সের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে গানার শোলসার বরখাস্ত হয়েছেন। এরই মধ্যে নতুন কোচ খোঁজা শুরু করে দিয়েছে ক্লাবটি। ম্যানইউয়ের ভবিষ্যৎ কোচ হিসেবে ফরাসি তারকা জিদানসহ আরো কয়েকটি বড় নাম আলোচনায় রয়েছে।

শোনা যাচ্ছিল, মাউরিসিও পচেত্তিনো ম্যানইউয়ের এক নম্বর টার্গেট। কিন্তু সমস্যা হচ্ছে, পচেত্তিনো এখন পিএসজির কোচ। সেখান থেকে তাকে আনতে হলে তাদের অপেক্ষা করতে হতে পারে অন্তত আগামী গ্রীষ্ম পর্যন্ত। অথবা পিএসজিকে রাজি করাতে হবে। কিন্তু পিএসজি যোগ্য রিপ্লেস ছাড়া কেন পচেত্তিনোকে ছাড়বে?

পচেত্তিনোর পাশাপাশি আরো বেশ কিছু নাম শোনা যাচ্ছে। সেই নামগুলোর মধ্যে রয়েছে আয়াক্সের কোচ এরিক টেন হাগও। কিন্তু টেন হাগ ম্যানইউতে আসবেন না বলেই জানিয়েছেন।

টেন হাগ বলেছেন, ‘আমি আমার দল নিয়ে মনোযোগী। আমাদের একটি দুর্দান্ত স্কোয়াড রয়েছে এবং এখনো অনেক কিছু বাকি আছে, যা আমরা অর্জন করতে চাই। আমরা শিরোপার জন্য লড়াই করতে চাই।’