১ম রোটাঃ রাসেল মাহবুব দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

Published: 23 January 2022

সংবাদ বিজ্ঞপ্তি :

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২-১ সেটে সবুজ সংঘ ধরাধরপুরকে হারিয়ে প্রথম রোটাঃ রাসেল মাহবুব দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ’২২-এর শিরোপা জিতেছে এমএস ক্লাব লাউয়াই। গত (২২ জানুয়ারি) শনিবার রাতে নগরির ২৫নং ওয়ার্ডের লাউয়াইস্থ সাউথ সুরমা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে এ ফলাফল হয়। খেলায় উভয় দলই চমৎকার ক্রীড়ানৈপূণ্য প্রদর্শন করে। খেলা শেষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
বিশ্ব পর্যটক ও বিদেশী মুদ্রা সংগ্রাহক আলহাজ্ব বুরহান আহমদের সভাপতিত্বে এবং ধারা ভাষ্যকার আব্দুল আহাদ ও রূপল মাহমুদের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও ক্রীড়া সংগঠক আবু সারোয়ার কিরণ, সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র প্রতিষ্ঠাতা সদস্য সচিব চঞ্চল মাহমুদ ফুলর, জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির সাধারণ সম্পাদক লিয়াকত আহমদ, লাউয়াই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছত্তার, শাহ স্পোর্টিং ক্লাব লাউয়াই-এর সাধারণ সম্পাদক আক্কাছ উদ্দিন আক্কাই, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী ডা. এনামুল হক, আবুল মনসুর, রোটাঃ নজমুল ইসলাম খসরু, মিজানুর রহমান শাহীন, এ্যাডভোকেট মুমিনুর রহমান টিটো, আনোয়ার হোসেন, যুক্তরাজ্য প্রবাসী মুন্না আব্দুল আহাদ সোহেল ও রোটাঃ দিদার আহমদ। বক্তব্য রাখেন বাছিত আহমদ লায়েক, আমিন উদ্দিন, রোটাঃ রেজাউল ইসলাম, সায়েম আহমদ, কামাল আহমদ, মজম্মিল হক ও হাসান আহমদ প্রমুখ। টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এর প্রবর্তক রোটাঃ রাসেল মাহবুব। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জাবেদ লাকি। পুরো টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন বাছিত আহমদ, শাহ রাজীব, সাজু আহমদ, হাসনাত, শামীম, শাহ নাজিম, ছামাদ, কাইয়ুম, তোফায়েল, জুয়েল, জয়নাল, জব্বার, খাব্বাব, কামাল, পাভেল, মালেক, নাহিদ, এমাদ, ফাত্তাহ, মিফতা, খলিল, সুজন, ছাদী প্রমুখ।
পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানার আপ ও ৩য় স্থান অধিকারী দলের ম্যানেজার ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন এমএস ক্লাব লাউয়াই’র কৃতী খেলোয়াড় পারভেজ। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি সিলেট বিভাগের ৩২টি শক্তিশালী দল নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়েছিল।