বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ইউকে’র এজিএম সম্পন্ন

Published: 26 January 2022

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ইউকে’র এজিএম সম্পন্ন হয়েছে। ১৬ জানুয়ারী রাতে জুম মিটিংয়ের মাধ্যমে এই মিটিংয়ে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

করোনাভাইরাসের কারণে এই জুম মিটিং করে এজিএম সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মিটিংয়ে বিগত ২ বছরের কর্মকান্ডের উপর সকলেই আলোচনায় অংশ গ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, করোনাভাইরাসের মধ্যেও এসোসিয়েশনের কর্মকান্ড সুষ্ঠ ভাবে পরিচালিত করেছেন সকলে। তাই তারা এসোসিয়েশনের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।

এসোসিয়েশনের আলোচনায় নেতারা তাদের কর্মকান্ড আরো গতিশীল করার পক্ষে মত দেন এবং সিলেটের বিভিন্ন এলাকায় চক্ষু শিবির করার পাশাপাশি স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সময় নেতারা বলেন, করোনাভাইরাসের কারণে গত বৎসর দেশে কোন কর্মকান্ড পরিচালনা করা যায়নি। তবে এখন থেকে স্বাস্থ্য সেবা পরিচালনার পক্ষে মত দেন এবং ২০২০ সালে দেশের বিভিন্ন এলাকার ৩শ চক্ষু রোগীকে চক্ষু সেবা প্রদান করার বিষয়টিও সভায় সকলকে অবহিত করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটিকে আরো ২ বছরের জন্য সংগঠন পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়।
কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ডাঃ মোঃ নেছার আহমদ চৌধুরী, সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করবেন ডাঃ মোঃ জিয়াউল হক এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন ডাঃ এম. এ আজিজ।

কমিটিতে অন্যান্যের মধ্যে রয়েছেন ডাঃ এম এ মজিদ, ডাঃ শামছুল হুদা জায়গীরদার, ডাঃ ফিরোজা ভূইয়া, এবং ডাঃ আলী হায়দার কোরাইশী। নব গঠিত কমিটির মাধ্যমে কমিউনিটির সেবা আরো গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে করোনাভাইরাসে মৃত্যু বরণকারী কমিটির সদস্যদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।