চারটি মুসলিম দেশের সঙ্গে চুক্তি করবে ইসরাইল

Published: 26 January 2022

পোস্ট ডেস্ক :


চারটি মুসলিম দেশের সাথে যুক্তরাষ্ট্র সমর্থিত একর্ড বা চুক্তি করার আশা করছে ইসরাইল। পাশাপাশি সৌদি আরব ও ইন্দোনেশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছে। তবে তাতে সময় লাগতে পারে। মঙ্গলবার এ মন্তব্য করেছেন ইসরাইলের শীর্ষ কূটনীতিক। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসলামের জন্মভূমি সৌদি আরব এবং ইন্দোনেশিয়া হলো বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ। তারা ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে ফিলিস্তিন সমস্যার সমাধান দাবি করেছে। এ নিয়েই চলছে দর কষাকষি।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিড বলেছেন, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ছাড়াও অন্য দেশগুলোর সাথে আব্রাহাম একর্ড সম্পাদন করতে চায় ইসরাইল।

তার ভাষায়, আপনি যদি বিশেষ কোন দেশের কথা জানতে চান, তবে বলব ইন্দোনেশিয়ার কথা। এক্ষেত্রে সৌদি আরব তো অবশ্যই। তবে এতে বেশ সময় লাগবে।
আগামী দু’ বছরের মধ্যে আরও ছোট ছোট কিছু দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ইসরাইলি প্রেসিডেন্ট আইজাক হেরজোগ বলেছেন, আগামী ৩০-৩১ শে জানুয়ারি তিনি সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রথম দেশ হিসেবে আরব আমিরাত সফর করবেন।