ভারতে পথচারীদের ওপর ইলেকট্রিক বাস, নিহত ৬
পোস্ট ডেস্ক :
ভারতের কানপুরে একটি ইলেকট্রিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীসহ দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়েছে।
এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর পরই পালিয়েছে বাসচালক।
পূর্ব কানপুরের পুলিশের উপকমিশনার প্রমোদ কুমার জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বাসচালককেও আটকের চেষ্টা করছেন তারা।
এদিকে দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ।
এক টুইটবার্তায় তিনি লিখেছেন— কানপুরের সড়ক দুর্ঘটনার খবর জেনে আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন রামনাথ।