সিলেটে গানে গানে ভাষার মাস বরণ

Published: 1 February 2022

সিলেট অফিস :


বর্ণমালা হাতে শিশু থেকে প্রবীণ সব বয়সের নারী ও সংস্কৃতিকর্মীর উপস্থিতিতে ভাষার গানে আর শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে সিলেটে মহান ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করে নিল সম্মিলিত নাট্য পরিষদ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

এ সময় তিনি বলেন, ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের ঋণ বাঙালি জাতি হিসেবে আমরা কখনই শোধ করতে পারব না। আমাদের সবার দায়িত্ব, মাতৃভাষার মর্যাদা রক্ষায় একসঙ্গে কাজ করা।

তিনি বলেন, ভাষা শহীদদের অবদান ও ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন, তাদের বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ভাষা শহীদদের অবদান ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন ও নবীন প্রজন্মের কাছে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য নাট্য ও সংস্কৃতি চর্চার সঙ্গে জড়িত সবার প্রতি অনুরোধ জানান।

তিনি ভাষার মাস বরণে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের আয়োজনের প্রশংসা করেন।

স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এ আয়োজনে উপস্থিত ছিলেন- সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক এএইচএম মাহফুজুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল-আজাদ, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, সিলেট ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সিলেট ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, প্রাক্তন সাধারণ সম্পাদক শামছুল বাছিত শেরো, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলমদ সেলিম প্রমুখ।

ভাষার মাস বরণে সঙ্গীত পরিবেশন করেন নাট্য সংগঠক নিরঞ্জন দে যাদু ও বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী।