আত্মঘাতী বোমায় সপরিবারে নিজেকে উড়িয়ে দিয়েছিলেন আইএস প্রধান

Published: 4 February 2022

পোস্ট ডেস্ক :


সিরিয়ায় মার্কিন বিশেষ বাহিনীর হামলায় ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরেশি নিহত হন। মার্কিন সেনারা বাড়ি ঘিরে ফেলার পর আইএস প্রধান আত্মঘাতী বোমায় সপরিবারে নিজেকে উড়িয়ে দেন বলে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে৷

সেই বিস্ফোরণে ১৩ জন নিহত হন। নিহতদের মধ্যে ছয়জন নারী এবং চারজন শিশুও রয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

ওই হামলা চালানোর জন্য মার্কিন বাহিনী কয়েকমাস ধরে প্রস্তুতি নিচ্ছিল মার্কিন বাহিনী। অভিযান চলার সময় হোয়াইট হাউসের সিচুয়েশন রুম থেকে নজর রাখছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও অন্য উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তুরস্ক সীমান্তের কাছে আতমেহতে জঙ্গি নেতার লুকিয়ে থাকার খবর ছিল মার্কিন গোয়েন্দাদের কাছে। পরিকল্পনামাফিক অভিযান চালায় তারা।

আইএসের প্রধানের মৃত্যুর খবর নিশ্চিত করে এক বিবৃতিতে বাইডেন জানিয়েছিলেন, সাহস ও দক্ষতার সঙ্গে আইএসের শীর্ষ নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরায়শীকে যুদ্ধক্ষেত্র থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ।

ওই অভিযান থেকে সব মার্কিনিরা নিরাপদে ফিরে এসেছে বলেও বিবৃতিতে জানিয়েছিলেন বাইডেন।

তুরস্কের সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ইদলিব প্রদেশের আতমেহ এলাকার ওই অভিযানের সময় ব্যাপক গোলাগুলিও হয়। এছাড়া ভয়াবহ বিস্ফোরণে আশপাশের কিছু বাড়িরও ব্যাপক ক্ষতি হয়।

অবশ্য অভিযান শুরুর আগে লাউড স্পিকারে স্থানীয় বাসিন্দাদের মাথার উপরে হাত তুলে নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানায় মার্কিন বাহিনী।

২০১৯ সালে সিরিয়াতে মার্কিন সেনাদের আরেক অভিযানে আইএসের সাবেক প্রধান আবু বকর আল-বাগদাদির মৃত্যুর পর দায়িত্ব পান কুরেশি। যুক্তরাষ্টের সেনারা তার গতিবিধির উপর নজর রাখছিল। গত ডিসেম্বরে অভিযানের পরিকল্পনাও নেয় করে তারা।