একে-৪৭ দিয়ে মারধর, ইতালিতে দুই বাংলাদেশির ২০ বছর কারাদণ্ড

Published: 7 February 2022

পোস্ট ডেস্ক :


ইতালির সিসিলি দ্বীপে দুই বাংলাদেশিকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন সেখানকার একটি আদালত। আরব নিউজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভূমধ্যসাগরীয় দেশ লিবিয়ার একটি ক্যাম্পে অভিবাসীদের আটক ও নির্যাতনের অভিযোগে তাদের কারাদণ্ড দেওয়া হয় বলে আরব নিউজ জানিয়েছে।

সিসিলির পালেরমো শহরের আইনজীবী গেরি ফেররা জানান, আসামি ফজুরল সোহেল ও মো. হারুনের বিরুদ্ধে কয়েকজন ভুক্তভোগী তাদের মাসের পর মাস ধরে আটকে রেখে মারধর করার অভিযোগ আনেন।

২০২০ সালের ২৮ মে ওই দুই বাংলাদেশি এক অভিবাসী বোঝাই নৌকায় ইতালির সিসিলি পৌঁছান।

লিবিয়ার ক্যাম্পে থাকা বেশ কয়েকজন অভিবাসী তাদের শনাক্ত করার পর ওই বছরেরই ৬ জুলাই তাদের গ্রেফতার করা হয়।

কয়েকজন ভুক্তভোগী আইনজীবীদের নিজেদের ফোনে ধারণ করে রাখা নির্যাতনের ভিডিও সরবরাহ করেন বলে আরব নিউজ জানিয়েছে।

তদন্তকারীরা অভিযুক্তদের ফেসবুকে একে-৪৭ রাইফেলসহ তাদের ছবিও খুঁজে পান। অভিবাসীদের দাবি, আসামিরা একে-৪৭ দিয়ে তাদের আঘাত করতেন।