‘যুদ্ধের দামামা’ কৃষ্ণ সাগরে প্রবেশ করছে ৬ রুশ যুদ্ধ জাহাজ
পোস্ট ডেস্ক :
নৌবাহিনীর সামরিক মহড়ায় যোগ দিতে কৃষ্ণ সাগরে প্রবেশ করছে ৬টি রুশ যুদ্ধ জাহাজ। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইন্টারফেক্স এ খবর দিয়েছে। এই যুদ্ধ জাহাজগুলো এতদিন ভূমধ্যসাগরে মোতায়েন ছিল। তবে মঙ্গলবার ও বুধবার এগুলো তুরস্কের মধ্য দিয়ে কৃষ্ণসাগরে প্রবেশ করবে। এই যুদ্ধ জাহাজগুলোর মধ্যে রয়েছে করোলেভ, দ্য মিনস্ক ও দ্য কালিনিগ্রাদ। মঙ্গলবার এই জাহাজগুলো বসফরাস প্রণালী পার হয়। অপরদিকে বুধবার পাড় হওয়ার কথা রয়েছে পিয়োতরে মরগুনোভ, দ্য জর্জি পোবেদোনওসেতস ও দ্য ওলেনেগোরস্কি গরনিয়াকের।
এদিকে ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া।
যদিও কোনো ধরনের যুদ্ধ পরিকল্পনার কথা অস্বীকার করেছে দেশটি। তবে একইসঙ্গে পশ্চিমা দেশগুলোর কাছে কিছু দাবিও উত্থাপন করেছে মস্কো। এসব দাবির মধ্যে রয়েছে, রুশ সীমান্তে কোনো ধরনের মিসাইল মোতায়েন না করা, সীমান্ত থেকে ন্যাটোর সামরিক স্থাপনা ও সরঞ্জাম সরিয়ে নেয়া এবং ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেয়া থেকে বিরত রাখা।
আইনত তুরস্ক যুদ্ধ পরিস্থিতিতে এই প্রণালী দিয়ে যুদ্ধ জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারে। কোনো দেশ যদি তুরস্ক আক্রমণ করে তাহলে সে দেশের বাণিজ্যিক জাহাজ চলাচলও বন্ধ করতে পারে দেশটি। যদিও এখন পর্যন্ত তুরস্ক ইউক্রেন-রাশিয়া সংকটে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান সংকট সমাধানে মধ্যস্ততা করার প্রস্তাবও দিয়েছেন। রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সঙ্গেই সমুদ্র সীমা রয়েছে তুরস্কের।