স্লাউতে আড্ডার উদ্যোগে সরস্বতী পূজা উৎযাপন

Published: 10 February 2022
পোস্ট ডেস্ক:

গত ৫ই ফেব্রুয়ারি আড্ডা তাদের দশম সরস্বতী পূজার আয়োজন করেছিলো স্লাউ হিন্দু মন্দিরে। এই বছর আড্ডার এক দশক পূর্ণ হলো। বাঙালী সংস্কৃতির প্রসারে যেমন সঙ্গীত, নৃত্য, বাঙালীর খেলাধূলা যেমন ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, উৎসব আয়োজনে যেমন দূর্গা পূজা, কালী পূজা আর দক্ষিণ এশিয়ার শিল্পীদের অনুষ্ঠান আয়োজনে আড্ডা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।

সারা বছর এইভাবে আড্ডার নানা কর্মকান্ড থাকবে প্রবাসে বাঙালী সংস্কৃতি ও সচেতনতা প্রসারের জন্য। সেই ভাবে এবারে আমাদের সরস্বতী পূজাও ছিলো খুবই বিশেষত্বপূর্ণ। দুই বাংলার মিলনের জন্য বসন্তের এই সমাগমে আড্ডা  পিঠে উৎসব পালন করে এই বার। সহযোগিতায় বিখ্যাত super market ‘It’s convenient’.

সংস্থার কর্মকর্তা রাজীব আলিমুনের সহযোগিতায় আড্ডা পরিবেশন করে পাটিসাপটা, চিতৈ পিঠা, নলেন গুড়ের পায়েস, মুগ পাকন যা মরসুমী জনপ্রিয় মিষ্টি। এছাড়া রসগোল্লা, পান্তুয়ার মতো বাঙালী প্রিয় মিষ্টি তো ছিলোই। দর্শনার্থীদের উদ্দীপনা এই বিষয়ে ছিলো দেখার মতো। এছাড়াও ছিলো শিল্পী উশ্রী দত্তের চিত্র প্রদর্শনী। গানে নাচে ভরপুর এই উত্সবের শেষে ভোগ বিতরণ করা হয়। জনতায় পরিপূর্ণ এবারের উৎসব পরের বারে আরো ভালো করার অনুপ্রেরণা যোগালো।