মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ভারতীয় ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ ফেব্রুয়ারী) ভোর বেলায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজিবুর রহমান চৌধুরী’র নেতৃত্বে পুলিশের একটি টিম সুরমা চা বাগানের ২০ নং এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা ও ২শ বোতল ফেন্সিডিলসহ মিঠুন গোয়ালা (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করে। মিঠুন গোয়ালা মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের মালডুবা এলাকার মৃত মনু গোয়ালা’র পুত্র। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুজিবুর রহমান চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত মাদক কারবারির বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।