ইউক্রেন সংকট নিয়ে ম্যাক্রোঁ-পুতিন ১০০ মিনিট ফোনালাপ

Published: 12 February 2022

পোস্ট ডেস্ক :


ফ্রান্স ও রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেন সংকট নিয়ে টেলিফোনে কথা বলেছেন। ক্রেমলিনের বরাতে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্রাক্স জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যক্রোঁর সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১ ঘণ্টা ৪০ মিনিট কথা বলেছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ টেলিফোন আলাপের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। তবে প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, শনিবার ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্লেষণধর্মী মতামত ব্যক্ত করেছেন। ম্যাঁক্রোর সঙ্গে তিনি পুনরায় মস্কোর নিরাপত্তা উদ্বেগে যুক্তরাষ্ট্র ও ন্যাটো গুরুত্ব দিচ্ছে না বলে অসন্তুষ্টি প্রকাশ করেন।

এর আগে গত সোমবার ইউক্রেন সংকট সমাধানে আলোচনায় বসেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকের পর ম্যাক্রোঁ দাবি করেন, ইউক্রেনে সংকট যাতে আর না বাড়ে, সেই ব্যাপারে পুতিনকে বোঝাতে সক্ষম হয়েছেন তিনি। তবে পুতিন বলেন ভিন্ন কথা। তিনি বলেন, ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া হবে না— এমন কোনো প্রতিশ্রুতি তিনি দেননি।

এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনে থাকা তাদের সকল সেনা সদস্যকে সরিয়ে নিচ্ছে। মার্কিন সামরিক দপ্তর পেন্টাগন এই তথ্য জানিয়েছে।

প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, ইউক্রেন থাকা ফ্লোরিডা ন্যাশনাল গার্ডের ১৬০ সদস্যকে সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

দীর্ঘ সময় ধরে ইউক্রেন সীমান্তে লাখো সেনার সমাবেশ ঘটিয়েছে ক্রেমলিন। পাল্টা জবাবে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোও পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি জোরদার করেছে। সব মিলিয়ে ইউরোপে যুদ্ধের দামামা বাজছে। তবে প্রথম থেকেই রাশিয়ার দাবি, ইউক্রেনে হস্তক্ষেপের কোনো পরিকল্পনা দেশটির নেই।