ভারতে কমল করোনার হার, আসামে বিধিনিষেধ উঠে গেল, পশ্চিমবঙ্গে খুলে দেয়া হচ্ছে স্কুল

Published: 15 February 2022

পোস্ট ডেস্ক :


সাম্প্রতিক কালে গত বছরের ৩১ ডিসেম্বর ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল সর্বনিম্ন ২২ হাজার ৭০৬ জন। দীর্ঘদিন পর সোমবার আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৭০ জনে। অর্থাৎ ২৬ হাজারের নিচে সংক্রমণ দীর্ঘদিন পরে। ক্রমশঃ করোনা যে বিদায় নিচ্ছে এ তারই ইঙ্গিত। কমেছে মৃতের সংখ্যাও।

ভারতে রাজ্যগুলির মধ্যে আসাম সর্বপ্রথম কোভিড বিধিনিষেধ তুলে নেয়ার কথা ঘোষণা করেছে। মঙ্গলবার থেকে এই রাজ্যে আর কোভিড বিধিনিষেধ চালু থাকছে না ঘোষণা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে শুধু মাস্ক পরা, স্যানিটাইজেশন করা এবং সামাজিক দূরত্ববিধি চালু থাকবে।

এছাড়া দু বছর পর আসামে জনসমাবেশ, সিনেমা হল, মল, পার্ক সব খুলে যাচ্ছে মঙ্গলবার থেকে। দুইবছর আগে দিল্লির নিজামুদ্দিনে তাবলীগি জামাতে যোগদানকারী কাছার এর এক বাসিন্দা করোনা নিয়ে ফেরেন তারপর করোনা ছড়িয়েছিল গোটা রাজ্যে।
হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আসাম টিকাকরণে সফল তাই এই রাজ্য গোটা ভারতে প্রথম কোভিড বিধিনিষেধ প্রত্যাহার করল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার কোভিড বিধিনিষেধ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ালেও সমস্ত স্কুল খুলে দিচ্ছে বৃহস্পতিবার থেকে।

নাইট কারফিউ এদিন শিথিল করা হল। রাজ্যে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। খুলে দেয়া হল সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রও। পশ্চিমবঙ্গে সোমবার কোভিড আক্রান্তের সংখ্যা মাত্র ৩২০। পজিটিভিটি রেট ১.৬৯ শতাংশ। মৃত্যু হয়েছে ২৩ জনের। চিকিৎসকরা মনে করছেন, বাংলা থেকেও কোভিড বিদায় নিচ্ছে।