বাপ্পি লাহিড়ী বললেন, ‘বাংলা খুব প্রিয় ভাষা, বাংলাদেশের প্রতি আমার খুব টান’

Published: 16 February 2022

পোস্ট ডেস্ক :


সন্ধ্যা মুখোপাধ্যায়ের ঠিক পরদিনই সংগীতজগতের আরেকটি নক্ষত্র পতনের খবর এলো! জানা গেলো, প্রখ্যাত সংগীতশিল্পী, সুরকার বাপ্পি লাহিড়ী আর নেই। গত আশি কিংবা নব্বই দশকে ডিস্কো মিউজিকের জনপ্রিয়তার কথা মনে করলেই ভেসে আসে বাপ্পি লাহিড়ীর নাম।

জলপাইগুড়িতে জন্ম হলেও বাংলাদেশের প্রতি ভীষণ ভালোবাসা ছিল বাপ্পি লাহিড়ীর। তাই জানা গেলো ঢাকার সিদ্দিকি’স ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারপার্সন, বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল’স এসিস্ট্যান্স ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এবং ইতিহাস, বিজ্ঞান নিয়ে লেখা staycurioussis.com (বাংলা ও ইংলিশ) ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা রিফাত আহমেদের কথায়।

প্রায় পাঁচ বছর আগে বাপ্পি লাহিড়ীর সাথে প্রথম পরিচয় হয়েছিল তার। মানবজমিনের সাথে সে স্মৃতিচারণই করলেন রিফাত আহমেদঃ

তার সাথে কলকাতায় একটি অনুষ্ঠানে প্রথম পরিচয় হয়েছিল। তাও প্রায় পাঁচ বছর হবে। আমরা যে হোটেলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলাম, তিনিও সেখানেই এসেছিলেন।

তার সাথে বেশ কিছুক্ষণ ইংরেজিতে কথা বলে একটা সময় পর বললাম, ‘দাদা আমাদের সাথে বাংলায় কথা বলবেন? মাতৃভাষায় যেভাবে মনের ভাব প্রকাশ করা যায় সেভাবে অন্য কোন ভাষায় করা যায় না।’

তিনি খুশি হয়েই বললেন, ‘অবশ্যই! বাংলা ভাষা আমার খুব পছন্দ। আমার খুব প্রিয় ভাষা।’

শচীন দেববর্মণদের (ভারতীয় বাংলা ও হিন্দী গানের জনপ্রিয় সঙ্গীত পরিচালক, সুরকার, গায়ক ও লোকসঙ্গীত শিল্পী) প্রসঙ্গ টেনে তিনি বললেন, ‘শচীনরাতো বাংলাদেশেরই মানুষ। বাংলাদেশের প্রতি আমার খুব টান রয়েছে।’