বাপ্পি লাহিড়ীর পুরোটাজুড়ে ছিল সঙ্গীত- মোদি

Published: 16 February 2022

পোস্ট ডেস্ক :


ভারতের বিখ্যাত গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মুম্বইয়ের একটি হাসপাতালে মারা যান এই গুণী শিল্পী। এ প্রসঙ্গে আজ বুধবার নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন, বাপ্পি লাহিড়ীর পুরোটাজুড়ে ছিল সঙ্গীত। তিনি বিভিন্ন আবেগ সুন্দরভাবে প্রকাশ করতেন গানের মধ্য দিয়ে। তার গানের সঙ্গে একাত্মবোধ করবে প্রজন্মের পর প্রজন্ম।

তার প্রাণবন্ত চরিত্র কেউ কোনোদিন ভুলতে পারবে না। আমি তার মৃত্যুতে শোকাহত। শোক ও সমবেদনা জানাচ্ছি তার পরিবারের প্রতি।

উল্লেখ্য, মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালের পরিচালক দীপক নামজোশী ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই’কে বলেছেন, এক মাস হাসপাতালেই ভর্তি ছিলেন এই শিল্পী।

সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতে ফেরেন। মঙ্গলবার অবস্থার অবনতি ঘটলে একজন চিকিৎসককে বাড়িতে ডেকে নেয় তার পরিবার।
গত বছরের এপ্রিলে করোনাভাইরাস শনাক্ত হয় বাপ্পি লাহিড়ীর। এরপর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন তিনি। কয়েক দিনের মধ্যে অবশ্য সুস্থও হয়েছিলেন।