বাপ্পি লাহিড়ির শেষকৃত্য আগামীকাল

Published: 16 February 2022

পোস্ট ডেস্ক :


উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ি ভারতের মুম্বাইয়ের জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মাত্র ৬৯ বছরে থেমে গেছে তার সুর। মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে মুম্বাইয়ের জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে জীবনাবসান হয়েছে বাপ্পি লাহিড়ির। আজ সকালে হাসপাতালের তরফে সংগীতশিল্পীর মৃত্যুসংবাদ জানানো হয়। টাইমস অব ইন্ডিয়ার খবর, এবার পরিবারের তরফে এসেছে আনুষ্ঠানিক বিবৃতি। জানানো হয়েছে আজ নয়, আগামীকাল বৃহস্পতিবার বাপ্পি লাহিড়ির শেষকৃত্য হবে। পরিবার জানিয়েছে, বাপ্পির একমাত্র ছেলে বাপ্পা লাহিড়ি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে বৃহস্পতিবার ভোরে ফিরছেন।

তার পরেই মুম্বাইয়ের পবন হংস মহাশ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে বাপ্পি লাহিড়ির।

বিবৃতিতে পরিবার জানিয়েছে, আমাদের কাছে এটা চরম শোকের একটা মুহূর্ত। মধ্যরাতে প্রিয় বাপ্পিদা আমাদের ছেড়ে পরলোকে পাড়ি দিয়েছেন। আগামীকাল ভোরে বাপ্পা লস অ্যাঞ্জেলেস থেকে ফিরলে শেষকৃত্য হবে। দয়া করে ওনার আত্মার শান্তি কামনা করুন। আমরা আপনাদের বিশদে জানাব—মিসেস লাহিড়ি, গোবিন্দ বানসাল, বাপ্পা লাহিড়ি, রিমা লাহিড়ি। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশিষ্ট রাজনীতিক, ক্রীড়া ব্যক্তিত্ব ও বিভিন্ন অঙ্গনের তারকারা বাপ্পির মৃত্যুতে শোক জানিয়েছেন। তাঁর বাসভবনে ভিড় করছেন বিভিন্ন অঙ্গনের মানুষ।