হিটলারের সঙ্গে ট্রুডোর তুলনা, টুইট মুছে দিলেন ইলন মাস্ক

Published: 18 February 2022

পোস্ট ডেস্ক :


অ্যাডলফ হিটলারের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর তুলনা করেছেন ইলন মাস্ক। এমন তুলনা করে দেয়া পোস্ট পরে অবশ্য মুছে দিয়েছেন তিনি। বুধবার ক্যালিফোর্নিয়ার মধ্যরাতের সামান্য আগে তিনি এই টুইট করেছিলেন। পরে সমালোচনার মুখে বৃহস্পতিবার দিনের মধ্যভাগে তা মুছে দিয়েছেন। তবে কেন? এর কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জাস্টিন ট্রুডো আন্তঃসীমান্ত ট্রাকচালকদের জন্য করোনাভাইরাসের টিকা নেয়া বাধ্যতামূলক করেছেন। এর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হচ্ছে কানাডায়। ইলন মাস্কের টুইট ওই বিক্ষোভকারীদের সমর্থন করেই বলে মনে হয়েছে।

তিনি এমন টুইট করার পর টুইটারে তা নিয়ে সঙ্গে সঙ্গে ঝড় বয়ে যায়। এরপর টুইট কেনইবা দিলেন আর কেনইবা তা মুছে দিলেন সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তেসলা ইনকরপোরেশনের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
তিনি জানুয়ারির শেষের দিকে কানাডার ট্রাকচালকদের বিক্ষোভে সমর্থন দিয়ে টুইট করেছিলেন। ওই চালকরা বিক্ষোভ করে কানাডার রাজধানী অটোয়াসহ বিভিন্ন স্থানে সড়ক ও ব্রিজ অবরুদ্ধ করে রেখেছে।

বিষয়টি আন্তর্জাতিক মিডিয়ার সংবাদ শিরোনাম হয়। বিক্ষোভকারীদের অর্থায়ন বন্ধে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে ট্রুডো সরকার। এর জবাবে টুইট করতে গিয়ে ইলন মাস্ক ব্যবহার করেছেন হিটলারের একটি ছবি। তাতে হিটলারের মাথার ওপরে লিখেছেন, ‘স্টপ কমপেয়ারিং মি টু জাস্টিন ট্রুডো’ বা আমাকে জাস্টিন ট্রুডোর সঙ্গে তুলনা করা বন্ধ করুন। আর ছবির নিচে লিখেছেন, ‘আই হ্যাভ এ বাজেট’। অর্থাৎ এ জন্য আমার বাজেট আছে।

মার্কিন সরকারের সমালোচনার জন্য ইলন মাস্ককে শাস্তি দিতে তার বিরুদ্ধে সীমাহীন তদন্ত করছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বৃহস্পতিবার এমন অভিযোগ করেছেন ইলন মাস্ক ও তার তেসলা কোম্পানি। এরপর তিনি ওই টুইট করেছেন। টুইটারে আছে তার ৭ কোটি ৪০ লাখ অনুসারী বা ফলোয়ার।