মমতা বুঝিয়ে দিলেন, ওল্ড ইজ গোল্ড

Published: 19 February 2022

পোস্ট ডেস্ক :


তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন যে দলে তাঁর পরেই সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে অভিষেককে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে মনোনয়ন দিয়ে নেত্রী বুঝিয়ে দিলেন, প্রবীণ নেতারা দলে যতই অভিষেকের বিরোধিতা করুন না কেন ভাইপোই হলেন তাঁর উত্তরাধিকার। তবে, প্রবীণদের সম্পর্কে দলনেত্রীর মূল্যায়ন- ওল্ড ইজ গোল্ড। তাঁদের অভিজ্ঞতাকে ফুতকারে উড়িয়ে দেয়া চলবে না। শুক্রবারের বৈঠকে সুব্রত বক্সির মত প্রবীণ নেতারা বক্তব্য রাখলেও মূল বক্তব্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এর। কি ভাবে তিলে তিলে তিনি দলটি তৈরি করেছেন তার বিবরণ দেন তিনি।

নবীনদের ভাবনাকে স্বাগত জানিয়েও বলেন, প্রবীণদের যথাযথ গুরুত্ব দিতে হবে। নবীন-প্রবীণের মেলবন্ধনেই সাফল্য আসবে।

মমতা শুক্রবারের বৈঠকে কার্যত এমন ভূমিকা নেন যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। দলে অভিষেক অনুগামীদের এক ব্যক্তি এক পদ দাবিকে কার্যত ধামা চাপা দেন। আবার অভিষেককে সাধারণ সম্পাদক করে এই বার্তাই দেন যে নবীনেই তাঁর আস্থা। এদিন দলের নেতাদের তিনি এই বার্তাও দেন যে, বৈভব প্রকাশ করা চলবে না। যাঁরা বৈভব দেখান এমন নেতাদের বাদ দেয়ার পরামর্শও তিনি দেন।

সোশ্যাল মিডিয়ায় ভালো কাজ তুলে ধরাই যেতে পারে কিন্তু ব্যক্তি প্রচার চলবে না। দল সম্পর্কে অভিযোগ থাকলে দলকেই জানাতে হবে, সোশ্যাল মিডিয়ায় এসে লাইভ করা চলবে না। শেষের বার্তাটি যে মদন মিত্র প্রসঙ্গে তা বুঝতে আলাদা মস্তিষ্কের দরকার হয় না। মদন সম্প্রতি ফেসবুকে লাইভ করে দল সম্পর্কে বিরোধিতা করেছিলেন। মমতা শুক্রবার ধরি মাছ না ছুঁই পানি নীতি নিলেও তৃণমূল কতদিন তাদের অন্তঃকলহ চাপা দিয়ে রাখতে পারবে তাতে সন্দেহের অবকাশ থেকেই গেল।