হোয়াইট হাউজ থেকে গোপন ডকুমেন্ট ফ্লোরিডার বাড়িতে নিয়েছিলেন ট্রাম্প

Published: 19 February 2022

পোস্ট ডেস্ক :


হোয়াইট হাউজ ত্যাগ করার সময় সেখান থেকে ফ্লোরিডায় নিজের বাড়িতে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য সম্বলিত ‘ম্যাটেরিয়াল’ নিয়ে গিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শুক্রবার কংগ্রেসের কাছে এক চিঠিতে এ কথা জানিয়েছে ইউএস ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস এডমিনিস্ট্রেশন (নারা)। সম্প্রতি এই প্রতিষ্ঠান প্রায় ১৫ বাক্স ডকুমেন্ট উদ্ধার করেছে। তা নিয়ে কংগ্রেসের কাছে ওই নোট দিয়েছে নারা। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ফ্রি মালয়েশিয়া টুডে। প্রতিনিধি পরিষদের ওভারসাইট বা তদারকি বিষয়ক কমিটির চেয়ার ডেমোক্রেট প্রতিনিধি ক্যারোলাইন ম্যালোনিকে এই চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের আর্কাইভ বিশেষজ্ঞ ডেভিড ফেরিয়েরো। তিনি চিঠিতে লিখেছেন, ওইসব বাক্সে জাতীয় নিরাপত্তা বিষয়ক গোপনীয় তথ্য আছে বলে শনাক্ত করেছে নারা। ২০২১ সালের জানুয়ারিতে হোয়াইট হাউজ ছাড়েন ডনাল্ড ট্রাম্প।

এ সময় তিনি রেকর্ডগুলো কি করেছেন, তা খতিয়ে দেখছে ক্যারোলাইন ম্যালোনির কমিটি। এ বিষয়ে ম্যালোনি বিবৃতিতে বলেছেন, ফেডারেল রেকর্ড বিষয়ক আইন এবং তাতে আমাদের ঐতিহাসিক রেকর্ডের ওপর বড় প্রভাব সম্পর্কে অবজ্ঞা প্রদর্শন করেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। এ তথ্য প্রকাশ হওয়ায় নতুন করে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

এর লিখিত জবাব দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ন্যাশনাল আর্কাইভ কিছুই পায়নি। অনুরোধের প্রেক্ষিতে ওইসব রেকর্ড দিয়ে দেয়া হয়েছে। আমার সময়ে যেসব সাধারণ প্রেসিডেন্সিয়াল রেকর্ড ছিল সেগুলোর সংরক্ষণ নিশ্চিত করার চেষ্টা হয়েছিল এবং তা করা হয়েছিল প্রেসিডেন্সিয়াল রেকর্ডস অ্যাক্টের অধীনে। এতে কিছুই এসে যায় না। কিন্তু ওই যে ‘ট্রাম্প’ শব্দটি আছে। এ জন্য এসব।