২ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন মসজিদ বানালেন নায়িকা রোজিনা

Published: 1 April 2022

পোস্ট ডেস্ক :


নিজস্ব অর্থায়নে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন ঢাকাই ছবির আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঘোনাপাড়া গ্রামে তার নানা বাড়িতে এ মসজিদ নির্মাণ করেছেন তিনি।

তুরস্কের নকশায় ৬ শতাংশ জমির উপরে মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি টাকা। নিজের মায়ের নামে এর নাম দিয়েছেন – ‘দশগম্বুজ মা খাদিজা জামে মসজিদ’।

টানা দুই বছরে নির্মাণ কাজ শেষ করে শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে দৃষ্টিনন্দন এ মসজিদের উদ্বোধন করা হয়।

মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী- ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। দোয়া পরিচালনা করেন মাওলানা কোহিনুর।

উদ্বোধন অনুষ্ঠান শেষে চিত্রনায়িকা রোজিনা বলেন, আমার অনেকদিনের স্বপ্ন ছিল গোয়ালন্দের নানা বাড়িতে একটি মসজিদ নির্মাণ করব। সেই লক্ষ্যে ২০২০ সালের ৩ জানুয়ারি কাজ শুরু করি। দুই বছরের অধিক সময় নিয়ে মসজিদের কাজ শেষ হলো। আজ মসজিদের উদ্বোধন করতে পেরে নিজের কাছে বেশ ভালই লাগছে ।আল্লাহর অশেষ মেহেরবানী ছিল বলেই এলাকার সবাইকে নিয়ে মা
খাদিজা ষাট গম্বুজ জামে মসজিদটি উদ্বোধন করতে পারলাম।

রোজিনা জানান, যে জমির ওপর মসজিদটি নির্মিত, তা তার মাকে দেন নানা। মায়ের সূত্র ধরে তিনি জমির মালিক হন। খুব শিগগিরই একই এলাকায় একটি চক্ষু হাসপাতাল করার চিন্তাও আছে তার। সবার সহযোগিতা পেলে সেটির কাজ শুরু করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, প্রযোজক মো. খসরু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্পব কুমার ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী , গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল ,গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার ,সাবেক মেয়র শেখ মো. নিজাম,গোয়ালন্দ উপজেলা নিবার্হী কর্মকর্তা আজিজুল হক খান ,উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা ,গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক রায়হান, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ইউনুছ মোল্লা , ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান প্রমুখ।