৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনতে যাচ্ছেন ইলন মাস্ক

Published: 26 April 2022

পোস্ট ডেস্ক :


অবশেষে টুইটারের একমাত্র মালিক হতে যাচ্ছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এ জন্য তাকে খরচ করতে হবে ৪৪ বিলিয়ন ডলার। এরমধ্য দিয়ে একটি প্রাইভেট কোম্পানিতে পরিণত হচ্ছে টুইটার। দুই সপ্তাহ আগে তিনি টুইটার কিনে নেয়ার প্রস্তাব দিয়েছিলেন। এরপর সেটি বিবেচনায় নিয়ে বিভিন্ন দিক খতিয়ে দেখার পর অবশেষে প্রস্তাবটি মেনে নিয়েছে টুইটার বোর্ড। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়, টুইটারে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে আগে থেকেই এর নীতিতে পরিবর্তন আনা কথা বলতেন মাস্ক। টুইটার কেনার জন্য প্রস্তাব দিয়ে তিনি বলেছিলেন, টুইটারের অনেক সম্ভাবনা আছে এবং তিনি সেটি কাজে লাগাতে চান। টুইটারে ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা এবং কনটেন্ট-এর উপর বিধিনিষেধ শিথিল করাসহ বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করেছেন তিনি।

মাস্ক বলেন, তিনি আরো বেশি মতপ্রকাশের স্বাধীনতা দেখতে চান। আমি আশা করি, আমার সবচেয়ে কড়া সমালোচকও টুইটারে থাকবে। কারণ এটাই হচ্ছে বাক স্বাধীনতা।

টুইটারের শেয়ার প্রতি ৫৪.২০ ডলার দেবেন মাস্ক। এর আগে গত ১লা এপ্রিল টুইটারের নয় শতাংশ শেয়ার কিনেছিলেন মাস্ক। তখন যা দাম ছিল, তার থেকে ৩৮ শতাংশ বেশি দাম দিচ্ছেন মাস্ক। নয় শতাংশ শেয়ার কিনেই মাস্ক টুইটারের সবথেকে বড় স্টেকহোল্ডার হয়েছিলেন। গত বছর আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে টুইটারে নিষিদ্ধ করা হয়। বিবিসি জানাচ্ছে, মাস্কের টুইটার কেনার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনীতিবিদরা বেশ খুশি। যদিও ট্রাম্প ফক্স নিউজকে জানিয়েছেন, টুইটারে আবার ফিরে যাবার তার কোন পরিকল্পনা নেই।

প্রথমদিকে মাস্কের প্রস্তাব নাকচ করে দিয়েছিল টুইটার বোর্ড। কিন্তু এখন তারা বলছে, বিক্রির পক্ষে ভোট দেবার জন্য শেয়ারহোল্ডারদের আহবান জানাবে তারা। ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী, ইলন মাস্ক বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। তার সম্পদ প্রায় ২৭৪ বিলিয়ন ডলার। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠা স্পেস-এক্স -এর মালিক তিনি।