দেশে ডেঙ্গুতে সেপ্টেম্বরের ১৩ দিনে ১৮ জনের মৃত্যু

Published: 13 September 2022

পোস্ট ডেস্ক :


দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু বেড়েছে। গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত আরো দুজনের মৃত্যু হয়েছে। এক দিনে সর্বোচ্চ ৩৫৩ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয় ও ৩৪৫ জন হাসপাতালে ভর্তি হয়।

এ বছর সারা দেশে ডেঙ্গুতে ৩৯ জন মারা গেছে।
এ নিয়ে সেপ্টেম্বরে ১৩ দিনে ১৮ জনের মৃত্যু খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। শুধু সেপ্টম্বরেই তিন হাজার ২৬৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সর্বশেষ ভর্তি ৩৫৩ রোগীর মধ্যে ঢাকা বিভাগের ২৩৮ জন ও অন্যান্য বিভাগের ১১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট এক হাজার ২১৩ ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকায় ৮৯৫ এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে মোট ৩১৮ জন রোগী হাসপাতালে ভর্তি আছে।

চলতি বছর ঢাকা বিভাগে ১৭ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে মারা গেছে ১৮ জন। এর মধ্যে কক্সবাজারে ১৭ ও বাহ্মণবাড়িয়ায় একজন আছে। আর বরিশাল বিভাগে মারা গেছে চারজন।